মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.EDRISH ALI, ০৯ মে, ২০২২
শিক্ষকদের জীবনের কোন মূল্য কি আছে যাদের শিক্ষার্থী যোগ্য কিন্তু শিক্ষকগণ অযোগ্য তাদের কাছে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিজীবী আর অযোগ্য শিক্ষকরা অযোগ্য প্রতিষ্ঠানেই যুগ যুগ ধরে পরে রয়েছেন আসলে তারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অপমানিত বঞ্চিত সো স্বীত
MD.EDRISH ALI, ০৯ মে, ২০২২
করোনার মধ্যে অনেক প্রতিষ্ঠান তারা কাম্য সংখ্যা পূরণ করতে ব্যর্থ হয়েছেন কারণ সারাবিশ্ব থমকে গিয়েছিল এই অবস্থায় কি করে তারা স্বাভাবিক স্বাভাবিক কোটা পূরণ করে করুণ অবস্থার মধ্যে কি করে যোগ্যতার পরিচয় অসম্ভব তাই শর্ত দিয়ে হলেও স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও সকল প্রতিষ্ঠানকে
পিয়াল সরকার, ০৮ মে, ২০২২
দয়াকরে কাম্য যোগ্যতা থাকা প্রতিষ্ঠানগুলো বাদ দেবেন না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসকরি বিষয়টি মাননীয় প্রাধানমন্ত্রী , শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কতৃপক্ষ মানবিকভাবে বিবেচনা করবেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, " যোগ্য প্রতিষ্ঠান এম পি ও করতে কোন প্রকার সুপারিশ লাগবে না।"- আশকরি তিনি তা যথাযথ ভাবে বাস্তবায়ন করবেন ।