মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.TARIKUL ISLAM, ০৯ মে, ২০২২
তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে প্রায় ৩৫ হাজার শিক্ষক নিয়োগ হলো।যার মধ্যে প্রায় ১৬ হাজার ইনডেক্সধারি।এদের মধ্যে বেশি সংখ্যক মাওশির অন্তর্ভূক্ত আর কিছু সংখ্যক কারিগরি শিক্ষা অধিদপ্তরের অন্তর্ভূক্ত।কিন্তু এই কয়েক মাসের মধ্যেও তাদের এমপিও হচ্ছে না।এরা কি এমপিও দিবে না??আর বিভিন্ন জেলায় শিক্ষকতা করা।পরিবার নিয়ে থাকা এই গুলো কি তাদের নজরে পড়ছেনা?? আপনারা কেন এটা নিয়ে আলোচনা করেন না।আর শিক্ষক দের জন্য এত লেন্দি প্রসেস কেন?শিক্ষকেরা কি জাতির জন্য বোঝা সরুপ??
abdul karim, ০৯ মে, ২০২২
সহকারী শিক্ষক (গণিত) থেকে সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) এ আসলে পুর্বের ইনডেক্স বহাল থাকবে কিনা? কেউ বলতে পারেন? দৈনিক শিক্ষার কাছে আবেদন এ ব্যাপারে মাউশির কর্মকর্তাদের মতামত জেনে একটি রিপোর্ট প্রকাশ করুন।
abdul karim, ০৯ মে, ২০২২
মাদরাসা ও কারিগরি থেকে যারা স্কুলে নিয়োগ সুপারিশ পেয়েছে তাদের এমপিও আবেদন অগ্রায়ন মৌখিক আদেশে বন্ধ রয়েছে। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা উথে যাবে কেউ জানালে উপকৃত হতাম।