মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Partha Sarathi Ray, ১৮ মে, ২০২২
দেশের শিক্ষা ব্যবস্থার যেখানে ৯৭% ই বেসরকারী সেখানে সরকারী সরকারী করে তো আরো এক বৈষম্য সৃষ্টি করলেন ক্যাডট কলেজ শিক্ষক । সুতরাং এতে কি সরকারীরা বেসরকারীদের উপর ছড়ি ঘোরাবার চেষ্টা করবেনা? উনার সমান্য এই মন্তব্যটুকু বৈষম্য চিহ্নিত করনে অসামান্য হয়ে উঠেছে। সুতরাং যা করার তা বৈষম্য রেখে করলে কোনো লাভ হবেনা বরং আরো ক্ষতি হবে।
Mohammad Harunur Rashid, ১৬ মে, ২০২২
এম এড ডিগ্রির কোনো মূল্যায়ন নাই। প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য এম এড ডিগ্রি বাধ্যতামূলক করা হোক অথবা বাড়তি বেতন স্কেল দেওয়া হোক!