মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃমিজানুর রহমান চৌধুরী, ১৭ মে, ২০২২
মাদরসার ইবতেদায়ী প্রধানদের ব্যাপারে নিয়োগ কিভাবে হবে দৈনিক শিক্ষার সম্পাদকের ধ্যমে জানতে চাই
MD.FAZLUL HOQUE, ১৬ মে, ২০২২
চতুর্থ গণবিঙ্গপ্তি দেওয়ার পূর্বে NTRCA এর উচিৎ অর্থমন্ত্রনালয়ের কাছে পারমিশন নেওয়া কারন তারা বেতন দিতে পারবে কিনা??NTRCA এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রায়৩৪ হাজার নিয়োগ সুপারিশ করছে অথচ ৬/৭ হাজার বেতন দিতে পারছে বাকীরা কবে বেতন পাবে তার কূল কিনারা নাই। হাজার হাজর শিক্ষক বেতন ছাড়া শিক্ষকতা করে কষ্ট জীবন ঝাপন করছে।তাই আমি মনে করি NTRCA উচিৎ আগে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ সুপারিশ পেয়েছে তাদের এমপিএ এর ব্যাবস্তা আগে শেষ হোক তার পর চতুর্থ গণবিঙ্গপ্তি প্রকাশ করা হোক।