মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Partha Sarathi Ray, ১৮ মে, ২০২২
দেশের পাঠাগুলো যদি বিদেশে রপ্তানী করা যেত, তাহলে দেশে হয়ত অর্থের অভাব হতোনা। আর তখন যেকোনো দামেই বিদ্যুৎ কেনা যেত। সরকারতো জনগনের। আর যে ভর্তুকী দেয়া হয় তার ফল ভোগ করে দেশের নাগরিক। এতে কার বাপের কি ক্ষতি? এমনিতেইতো দেশের ৯০% মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তাদের সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েছে। তার পরে যদি বিদ্যুতের দাম বড়ে তাহলে এই সধারণ মানুষ গুলোর মতামত কোন্ রাজনৈতিক দলের পক্ষে যাব? অবশ্য এখনতো জনগনের ম্যান্ডেটের দরকার হয়না, ক্ষমতা থাকলেই চলে!
মোঃ মঞ্জুর মোর্শেদ, ১৮ মে, ২০২২
কি চমৎকার। খুশির সংবাদ। আর কী কী জিনিষের দাম বাড়বে আগে থেকে বলে দিলে ভাল হয়।