মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. MASUD RANA, ২১ মে, ২০২২
দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে আবেদন করা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে বলে দৈনিক শিক্ষার প্রতিবেদকরা সংবাদ প্রকাশ করেছেন। এখানে তৃতীয় গণবিজ্ঞপ্তির জায়গায় দ্বিতীয় গণবিজ্ঞপ্তির কথা বলা হয়েছে, এটা মস্তবড় ভুল। দ্বিতীয় নিয়োগচক্র তো ২০১৯ খ্রিষ্টাব্দে সম্পন্ন হয়ে গেছে। কথাটি হতে হবে- ‘‘তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে আবেদন করা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে’’।
MAHBUB ALAM, ২০ মে, ২০২২
আসসালামুআলাইকুম স্যার আশাকরি ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে শিক্ষা সম্পর্কিত অনেক সমস্যার সমাধান আপনার গৃহীত পদক্ষেপের মাধ্যমে পেয়েছি।গতকাল দৈনিকশিক্ষার ফেসবুক পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে যে সমস্ত পার্থী ভিরোল ফরম পাঠায়নি সেসমস্ত পদে দ্বিতীয় ধাপের সুপারিশ করা হবেনা,কিন্তু আমার কাছে বিষয়টি অযৌক্তিক বলে মনে হয়। কেননা যিনি ভিরোল ফরম পাঠায়নি তার কারণে ঐ একি প্রতিষ্ঠানে অন্য যারা আবেদন করেছিলেন তাদের আবেদন বাতিল হয়ে যাবে এটাহতে পারেনা।ভিরোল না পাঠানো ব্যাক্তি প্রথম মেরিট ছিল,তাহলে কেন সেসব পদে দ্বিতীয় ধাপের সুপারিশ করা হবে না।আপনার মাধ্যমে এর সঠিক সমাধান আশা করছি। মাহবুব আলম সহকারী শিক্ষক নিজামপুর দাখিল মাদ্রাসা হবিগঞ্জ সদর - হবিগঞ্জ।
RASAD ALAM, ১৯ মে, ২০২২
সবসময় বলেছেন যারা যোগদান করেনি, সেই পদগুলোতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। কিন্তু এখন আবার ভিন্ন মত কিছু বুঝলাম না।