মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nazam Uddin, ২৫ মে, ২০২২
আমি ইভিএম নিয়ে সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি। আমিও মনে করি ম্যানুপুলেট করা অসম্ভব। কিন্তু সমস্যা অন্য জায়গায়-ভোটার ভোট কক্ষে প্রবেশের পর তার ফিঙ্গার ম্যাচ হলে ব্যালটগুলি (ব্যালট মেশিন)একটিভ করে দেওয়া হয় এবং ভোটার গোপন কক্ষ বা বুথে প্রবেশ করে বাটন টিপে তার ভোট নিশ্চিত করে কিন্তু গোপন কক্ষ আগে থেকেই একজন কালো ভল্লুক দাঁড়িয়ে থাকে আর সে কোন ভোটারকে ইচ্ছা মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয় না(অন্তত ১টি প্রতীকে হলেও সে হস্তক্ষেপ করবেই)। বি.দ্রঃ গাই আর গোয়ালা ঠিক থাকলে নাকি হাঁটু পানিতেও দুধ দোহন করা যায়।