মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃমনিরুল ইসলাম, ৩০ মে, ২০২২
একজন ৮ম/এসএসসি পাশ করা সরকারী কর্মচারী যা বেতন পান, বিএ/এম এ পাশ করা শিক্ষক তার থেকে অনেক কম বেতন পান। তাই সবাই সরকারি অফিসের পিয়ন হতে চায় কিন্তু বেসরকারি স্কুলের শিক্ষক হতে চায় না। সরকার যদি শিক্ষকদের প্রতি একটু নজর দিতো তাহলে শিক্ষার মান আরও ভালো হতো। সাথে সাথে দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হতো।
Mizanur rahman, ৩০ মে, ২০২২
জাতি গড়ার কারিগড়দের অবহেলিত রাখলে, সে জাতি কখনো উন্নতির শিখরে আহোরণ করতে পারেনা। সরকার আবেগে কাজ করে। কেননা একজন শিক্ষক সারাদিন শিক্ষার আলো বিলিয়ে মাসে বেতন পান ১২৫০০ টাকা (মাধ্যমিকে)। কিন্তু অন্য একজন কাজ ছাড়া মাসে ভাতা পান ২০০০০ টাকা। বেসরকারী শিক্ষকেরা প্রতিদিন স্বপ্ন দেখে বা মিডিয়ায় খোঁজ নিজে থাকে আজ বুঝি তাদের জন্য সুদিনের খবর আসছে। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন। যারা কিছু চাচ্ছেনা তারা যা পাচ্ছে তা তাদের ভাবনার ও অতীত। কিন্তু যারা প্রতিনিয়ত জানাচ্ছে তাদের অভাবের কথা। সেই জাতি গড়ার কারিগড়দের কথা সরকার কখনোই ভ্রুক্ষেপ করছেনা।
Babul Chandra Sarkar, ৩০ মে, ২০২২
জাতি গড়ার কারিগড়দের অবহেলিত রাখলে, সে জাতি কখনো উন্নতির শিখরে আহোরণ করতে পারেনা। সরকার আবেগে কাজ করে। কেননা একজন শিক্ষক সারাদিন শিক্ষার আলো বিলিয়ে মাসে বেতন পান ১২৫০০ টাকা (মাধ্যমিকে)। কিন্তু অন্য একজন কাজ ছাড়া মাসে ভাতা পান ২০০০০ টাকা। বেসরকারী শিক্ষকেরা প্রতিদিন স্বপ্ন দেখে বা মিডিয়ায় খোঁজ নিজে থাকে আজ বুঝি তাদের জন্য সুদিনের খবর আসছে। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা যে বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন। যারা কিছু চাচ্ছেনা তারা যা পাচ্ছে তা তাদের ভাবনার ও অতীত। কিন্তু যারা প্রতিনিয়ত জানাচ্ছে তাদের অভাবের কথা। সেই জাতি গড়ার কারিগড়দের কথা সরকার কখনোই ভ্রুক্ষেপ করছেনা।