মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Sarowar, ০৬ জুন, ২০২২
Committee should be abolished. Stop filing case, save educational institution.
মোঃ আব্দুল আলীম, ০৬ জুন, ২০২২
তৃতীয় ও চতুর্থশ্রেনির কর্মচারি পদে নিয়োগ সরকারিভাবে দেয়া হোক। যোগ্যতা এস এস সি পাস করা হোক।
Maksudu, ০৬ জুন, ২০২২
৩য় চক্রে নিয়োগ পেয়ে যারা ইতোমধ্যে MPO ভুক্ত হয়েছেন তাদেরকে পুনরায় নিয়োগের জন্য সুপারিশ করা কি কোন সুস্থ মস্তিষ্কের কাজ নয়। I am extremly sorry!
মোঃ সোহেল রানা, ০৫ জুন, ২০২২
সাধুবাদ জানাই আমাদের শিক্ষা মন্ত্রীকে। বিবেচনা নয় বাস্তবায়ন জরুরী।
Nani Gopal Bairagi, ০৫ জুন, ২০২২
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একদিনও দেরি করা উচিৎ নয়।
H.M.Manik Hasan, ০৫ জুন, ২০২২
very happy.
md.a alim, ০৫ জুন, ২০২২
এই ঘোষনা আরও ১০ বছর ধরে শূনিতেছি।কিন্তু বাস্তবায়ন হইতেছে না
আব্দুস সবুর মিয়া, ০৫ জুন, ২০২২
সময় উপযোগী উদ্যোগ।এই প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ হলে যোগ্য প্রধান শিক্ষক পাবে প্রতিষ্ঠান। নিয়োগ বানিজ্য বন্ধ হবে।শিক্ষা বান্ধব সরকারের সোনার বাংলা গঠনের কাজ একধাপ এগিয়ে যাবে।
এম এইচ রহমান, ০৫ জুন, ২০২২
আরেকটি ৭১ হতে যাচ্ছে তবে
Nikhil roy, ০৫ জুন, ২০২২
তুমি আসবে তবে আমার সব কিছু শেষ হবার পরে।প্রায় সব কিছু ধ্বংস হয়ে যাবার । ফুল সহ্যা হবে তবে শশানে।
Abdur Rahman, ০৫ জুন, ২০২২
বিবেচনা আর বাস্তবায়নের ফাঁকে কমিটি অনিয়ম করে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ দিয়ে মাল্যূ কামাতে পারবে তত কমিটির লাভ হবে।
Tabiatkowser, ০৫ জুন, ২০২২
পরীক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান পদে নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণ করা হোক। আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজিং কমিটির মাতব্বরি ও হয়রানি বন্ধ করার জন্য শক্ত আইন করা হোক। যেন শিক্ষা প্রতিষ্ঠান হয়রানি মুক্ত হয়।
Hasinur rahman, ০৫ জুন, ২০২২
মাননীয় শিক্ষা মন্ত্রী ডক্টর দীপু মনি যিনি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চাচ্ছেন তিনি যদি বেসরকারি স্কুল কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সরকারিভাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন তাহলে দুর্নীতি অনেকটা বন্ধ হয়ে যাবে যদি করতে পারেন আপনাকে সাধুবাদ জানাই হাজার হাজার বার
zakir hossain, ০৫ জুন, ২০২২
NTRCA এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগে যাদের কম পক্ষে ১৫ বছর অভিজ্ঞতা রয়েছে এবং অনার্স -মাস্টার্স এর সহিত বি এড,এম এড রয়েছে তাদেরকে নীতি মালা সংশোধন করে আবেদন করার সুযোগ দেওয়ার আবেদন করছি। নীতিমালায় একাধিক ৩য় বিভাগের যেহেতু সুযোগ নাই, তাহলে ভালো ডিগ্রি ধারী- দের/যোগ্য সহকারী শিক্ষকদের উৎসাহিত করা প্রয়োজন।
কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী।, ০৫ জুন, ২০২২
প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক সহ সব নিয়োগ এনটিআরসি এর মাধ্যমে হওয়া বাঞ্ছনীয়।এতে ঘুষ-দুর্নীতি বন্ধ হয়ে একবারে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং হয়রানি কম হবে।আর ম্যানেজিং কমিটির দৌরাত্ম্য কমে যাবে।ফলে সুশিক্ষা নিশ্চিত হবে।
আবু জাফর মোঃ ওয়ালিউল্লাহ, ০৫ জুন, ২০২২
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমার ব্যাক্তিগত মত হলো এহেন সিদ্ধান্ত নেওয়ার দ্বারা অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে কারন প্রতিষ্ঠান প্রধানদের কেহ কেহ প্রচুর অবৈধ অর্থ লোভী আছে আবার অনেকের আচরন এত রুঢ় যে প্রতিষ্ঠানের ষ্টাফগন ক্ষতিগ্রস্থ হবে। কারন আমার জীবনে অনেক প্রধান দেখেছি যে ষ্টাফের কোন একজন সদস্য তার আচরনে সন্তুষ্ট নয় এমন কি ছাত্র-ছাত্রীরাও পর্যন্ত তার আচরনে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অত্যাচারীত হয়। তাই আমি বলব প্রতিষ্ঠান প্রধান এর পদটা স্থানীয়দের ওপর যে রকম আছে ঐ রকম থাক। তবে একটা কাজ করলে করা যায় সেটা হলো শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানের পদটাতে বদলী প্রথা চালু করা। বাকী সরকারের মর্জি।
আবু জাফর মোঃ ওয়ালিউল্লাহ, ০৫ জুন, ২০২২
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমার ব্যাক্তিগত মত হলো এহেন সিদ্ধান্ত নেওয়ার দ্বারা অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে কারন প্রতিষ্ঠান প্রধানদের কেহ কেহ প্রচুর অবৈধ অর্থ লোভী আছে আবার অনেকের আচরন এত রুঢ় যে প্রতিষ্ঠানের ষ্টাফগন ক্ষতিগ্রস্থ হবে। কারন আমার জীবনে অনেক প্রধান দেখেছি যে ষ্টাফের কোন একজন সদস্য তার আচরনে সন্তুষ্ট নয় এমন কি ছাত্র-ছাত্রীরাও পর্যন্ত তার আচরনে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অত্যাচারীত হয়। তাই আমি বলব প্রতিষ্ঠান প্রধান এর পদটা স্থানীয়দের ওপর যে রকম আছে ঐ রকম থাক। তবে একটা কাজ করলে করা যায় সেটা হলো শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানের পদটাতে বদলী প্রথা চালু করা। বাকী সরকারের মর্জি।
মোঃ শাহজাহান মিয়া, ০৫ জুন, ২০২২
আসসালামুয়ালাইকুম শুধু অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এনটিআরসির মধ্যে চলবে না তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী কে এখানে ইনক্লুড করতে হবে। আরো উল্লেখ ইতোপূর্বে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ পেয়ে এখন এমপিওভুক্তি হননি তাদের বিষয়টি উল্লেখ করতে হবে নোটিশ এর মধ্যে এবং এই নিয়োগ যেন বহাল থাকে এবং তারা যেন পরবর্তীতে এমপিওভুক্ত হওয়ার সুযোগ পান।
Md.Shaidul Islam, ০৫ জুন, ২০২২
মাননীয় মন্ত্রী, বিবেচনার কথা আর শুনতে চাই না। এখন সিদ্ধান্তের কথা শুনতে চাই।
D M Nasimuddin, ০৫ জুন, ২০২২
যত তারাতাড়ি সম্ভব কেন্দ্রীয় ভাবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হলে জাতি উপকৃত হবে।