মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Mahfuzar Rahaman, ০৬ জুন, ২০২২
ছুটির তালিকা ও এসএসসি পরীক্ষার রুটিন প্রসঙ্গ। ----------------------------------------------------------------- ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহ ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৩/৭/২০২২ হতে ১৯/৭/২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। এসএসসি পরীক্ষা২০২২ এর রুটিন অনুযায়ী তত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। অতঃপর ঈদ পরবর্তী ব্যবহারিক পরীক্ষা ১৩/৭/২০২২ হতে ১৯/৭/২০২২ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। উপরিউক্ত বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় যে, উল্লেখিত ছুটির সময় ১১ দিন পরীক্ষা চলবে। ঈদের ছুটি ঘোষণা করে আবার ঐ সময়ে পরীক্ষা কেন? মূলতঃ বন্ধ পাওয়া যাবে মাত্র ৬ দিন। শিক্ষার্থী ও শিক্ষক অনেকেই গ্রামে যাবে পরিবারের সাথে ঈদ করতে। ১০ অথবা ১১ জুলাই ঈদ উদযাপন হতে পারে। ঈদের ২/৩ দিন পর আবার শহরে এসে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ অনেক ঝুঁকিপূর্ণ। ঈদের ছুটি পরীক্ষা মুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সকল ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই'২০২২ এর পর নেয়া হোক। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবেন কি?