মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Burhan Uddin, ২৫ জুন, ২০২২
করোনা পরবর্তী নয় বরং যবে থেকে প্রাইমারী নারী কোটা দিয়ে ভরপুর (আমি মোটেও নারী বিদ্ধেষ করছি না) করা হয়েছে তবে থেকে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে। আমি নিজে যেই প্রাইমারী থেকে পড়ালেখা করেছি সেখানে এখন পড়ালেখা নাই বললেই চলে। সব সম্মানিতা শিক্ষিকাবৃন্দ নিজেদের মধ্যকার রসালাপে আর সন্তান লালন-পালনে ব্যাস্ততার পাশাপাশি পালাক্রমে শিক্ষার্থীদেরকেও বাচ্চা পালনে সহযোগী ভুমিকায় অবর্তীর্ণ করেন। অথচ একদা ঐ প্রতিষ্ঠানে অত্যন্ত ভালো লেখাপড়ার পাশাপাশি সকল সহপাঠ কার্যক্রম সঠিক ভাবে পালন হতো। আর এখন নিয়মিত অ্যাসেম্বলিও হয় না। প্রত্যন্ত অঞ্চলেই এই সমস্যাটা প্রকট।