মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

শ্রী কমলেশ ধর, ২৬ জুন, ২০২২
♥পদ্মা সেতু, দ্বিতীয় স্বাধীনতা || শ্রী কমলেশ ধর || প্রমত্তা পদ্মা কি আসলেই খরস্রোতা !? শেখ হাসিনা মাতা "পিতৃসম দৃঢ়চেতা" হারতে তো জানেন-না তিনি তিনি'ই তো বিজয়ী-মহানেতা। স্মরণ করো ঐ "তেজাতা'র কথা কেন তেজাতা?যে ত্রিদিবস-জাতা তারই স্যাঙাতেরা এখনো কি বলিবে আবোল তাবোল কথা ?। ভালবাসার অন্তর-পুষ্পে বাঙালীরা আজ নোয়াইলো মাথা রচিল ইতিহাস"দ্বিতীয় স্বাধীনতা"। তবুও, কিছু উম্মাদ প্রলাপের ক্রিমিদোষে বাক্সে বলিছে যা-তা। "হায়া'র অভাব হলে ব্যাকরণ, "বেহায়া" তাদের বলে। বেহায়ার দল, করে কোলাহল যেন খেকী কুকুরের পালে। নিজ দলের সংজ্ঞায় তিনি তো "খাম্বা মিয়া" অন্তর জ্বালায় লাম্বা কথা যেন উঠিছে ফুরিয়া দ্বিতীয় বিজয়ের ফলে। বঙ্গবন্ধুর কণ্যা তিনি জিনিয়াছেন যিনি প্রমত্তা - খরস্রোতা। তোমরা কোন্ ছার !!? মেছাকার কাম যার, যেন কাঠালের ভোতা। ঘাতকের দোসর নির্বাসনী খেচর বেহায়াই নাড়িছো কাঠি তোমার দলের নব-প্রজন্মই যেন আজ ধরিতে চায়, তোমার টুটি। """""""""""""""""""""""""""""""""""""" ♦ব্যাকরণিক টোটকাঃ- হায়ার অভাব= বেহায়া তেজাতা=তিন বার জন্ম যার ত্রিদিবস জাতা=জন্ম দিবস ৩ টা স্যাঙ্গাত=পালের সাঙ্গ-পাঙ্গ বাক্সে = কিছু টিভি চ্যানেলে জিনিয়াছেন=জয় করেছেন যিনি ****************************