মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Hasinur rahman, ২৬ জুন, ২০২২
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চালু আছে বলেই মাননীয় দীপু মনি শিক্ষা মন্ত্রী হতে পেরেছেন সুতরাং আমাদের দেখভাল করার দায়িত্ব ওনার উপরই বর্তায় সময় শেষ হয়ে আসতেছে প্রায় অথচ তিনি শিক্ষকদের জন্য কিছুই করতে পারলেনা ,পারবেন কিনা সন্দেহ । স্যার আপনাদের মত দুর্বল সংগঠনের দ্বারা কিছুই হবে না বরং বাসায় যেয়ে ঘুমান
BIKASH ROY, ২৬ জুন, ২০২২
জাকির হোসেন, আপনার কথার সাথে আমিও একমত। এই নেতাদের কাজ ই হলো ঈদ আসলে কা কা করা। এরা কীসের নেতা সেটাই বুঝলাম না!
Asstt. Professor Obydul Haque, ২৬ জুন, ২০২২
বিগত প্রত্যেক বছর ঈদের আগে সংবাদ সম্মেলন হয় আর নিউজ হয়। ফল কোন হয়না বরং অন্য পেশাজীবীদের কাছে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস কত তা প্রকাশিত হয়। দয়া করে এগুলো বন্ধ করুন। পারলে উল্লেখিত সমস্যাগুলো সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরুন।
Tabiatkowser, ২৬ জুন, ২০২২
খেয়েদেয়ে আর কোন কাজ নেই। এত সস্তা কথায় চিড়া ভিজবে না'। এসব অকর্মণ্য ও অকর্মক ভিত্তিহীন সংগঠনের মুখে এসব কথা মানায় না। প্রয়োজনে আন্দোলনের কথা বাদ দিয়ে সুরক্ষার জন্য মোটা কেতা দিয়ে নিজেদেরকে মুড়িয়ে রাখুন। জয় হোক আপনাদের জয় হোক আপনাদের এই অকর্মক সংগঠনের।
Tabiatkowser, ২৬ জুন, ২০২২
খেয়েদেয়ে আর কোন কাজ নেই। এত সস্তা কথায় চিড়া ভিজবে না'। এসব অকর্মণ্য ও অকর্মক ভিত্তিহীন সংগঠনের মুখে এসব কথা মানায় না। প্রয়োজনে আন্দোলনের কথা বাদ দিয়ে সুরক্ষার জন্য মোটা কেতা দিয়ে নিজেদেরকে মুড়িয়ে রাখুন। জয় হোক আপনাদের জয় হোক আপনাদের এই অকর্মক সংগঠনের।
Tabiatkowser, ২৬ জুন, ২০২২
খেয়েদেয়ে আর কোন কাজ নেই। এত সস্তা কথায় চিড়া ভিজবে না'। এসব অকর্মণ্য ও অকর্মক ভিত্তিহীন সংগঠনের মুখে এসব কথা মানায় না। প্রয়োজনে আন্দোলনের কথা বাদ দিয়ে সুরক্ষার জন্য মোটা কেতা দিয়ে নিজেদেরকে মুড়িয়ে রাখুন। জয় হোক আপনাদের জয় হোক আপনাদের এই অকর্মক সংগঠনের।
Zakir Hossain, ২৬ জুন, ২০২২
অতি হাস্যকর। ঈদ ঘনিয়ে আসলেই নড়েচড়ে বসেন নেতাবাবুরা।দাবিটা সারাবছর চালিয়ে গেলে হয়তো তার সুফল পাওয়া যেতো। আমি একজন এমপিওভুক্ত শিক্ষক। আমার বলতে,লিখতে ও ভাবতেও খুব কষ্ট হয় যে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা এতো নগন্য উৎসব ভাতা পাই।