মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Golam faruk mithun, ২৯ জুন, ২০২২
মাননীয় শিক্ষাসচিব মহোদয় আপনি ঠিকই বলেছেন মহান আল্লাহ পাকের নিকট আপনাদের জবাবদিহি করতে হবে। শুধু এই বিষয়েই নয়, মহান পেশায় নিয়োজিত, আপনারা সান্তনা দেন মানুষ গড়ার কারিগর বলে আর শিক্ষকদের মর্যাদা দেবার বেলায় যুগ যুগ ধরে নানা অজুহাত। আকাশ পাতাল বৈষম্য করে রাখা হয়েছে তা আর দূর করা তো দূরে থাক আরও বৈষম্য বাড়ছে । নির্বিকার আপনারা, শিক্ষকদের কান্না শুনতে পান না, চোখের জলও দেখতে পান না। নিশ্চয়ই এর জন্য আপনাদের মহান আল্লাহ পাকের নিকট জবাবদিহি করতে হবে। সেদিনের অপেক্ষায় এই বঞ্চিত, অবহেলিত শিক্ষক সমাজ।
Hafijurrahaman, ২৭ জুন, ২০২২
নন এম পিও শিক্ষকদের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।
Md.shariful islam, ২৭ জুন, ২০২২
যদি সত্যি সত্যিই আল্লাহর ভয় থাকত তাহলে বেসরকারি প্রভাষকদের পদোন্নতি বন্ধ রাখতেন না।তাদের মানুষিক ও আর্থীক ক্ষতি করতেননা।কত শিক্ষক এর বয়স শেষ হওয়ার পথে।
পিয়াল সরকার, ২৬ জুন, ২০২২
স্যার, আপনার এই অনুভুতির জন্য আমরা নন এম পি প্রতিষ্ঠানের শিক্ষকরা কৃতজ্ঞ। আশাকরি আমাদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। মহান আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।
পিয়াল সরকার, ২৬ জুন, ২০২২
মাননীয় স্যার, আমরা যারা নন এম পি ও প্রতিষ্ঠানে আছি , অত্যান্ত মানবেতর জীবন যাপন করছি ।শ্রম দিয়েও দীর্ঘদিন কোন মজুরি পাইনা , আমাদের এই বঞ্চনার জন্য কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না?
কাজী মাসুদুর রহমান মাসুদ, প্রভাষক, বিজ্ঞান ও প্রযুক্তি কারিগরি মহিলা কলেজ, জয়পুরহাট।, ২৬ জুন, ২০২২
এমপিও্ভুক্ত অসহায় শিক্ষকগণের অতিরিক্ত 4% টাকা যারা মেরে খাচ্ছেন তাদেরকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবেনা?
Md Shahidul Islam, ২৬ জুন, ২০২২
আপনারা আল্লাহকে ভয় করেন!!!! কথা শুনে অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম।