মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. HemayetUddin, ২৭ জুন, ২০২২
একজন শিক্ষক হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Md. HemayetUddin, ২৭ জুন, ২০২২
একজন শিক্ষক হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Hasinur rahman, ২৭ জুন, ২০২২
বাংলাদেশের মতো দেশে শিক্ষকতা করা বড়ই জটিল ব্যাপার, শাসন করলে ছাত্র মারে ,ক্লাসে ছাত্রদের ভাল করে না পড়ালে অভিভাবক মারে ,নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হলে প্রধান শিক্ষক কথার ঝাড়ু মারে, পক্ষান্তরে ঈদ বোনাস ও বেতন চাইলে মাননীয় শিক্ষা মন্ত্রী আমাদের বুকে আঘাত মারে কোথায় যাব আহারে অবসর নেওয়ার 10 বছর পরেও অবসরের টাকা না পেয়ে চলে যেতে হয় কবরে এ কেমন চাকুরী রে ।
Mohammad ullah siddiqui, ২৭ জুন, ২০২২
যে শিক্ষক অন্য জনের ছেলেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে যদি এমন হিংসাত্মক আচরণের শিকার হতে হয় তাহলে শিক্ষার মর্যাদাটা থাকল কোথায়। এমন আচরণে শিক্ষক সমাজের মন ভেঙ্গে পড়বে তাই তার দৃষ্টাদন্তমূলক শাস্তির দাবী জানাই। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি শাসন ব্যবস্হা না রাখার প্রতিফল বলে মনে করি আমি। তাই এ ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
A.F.M.Tanvir Nabi, ২৭ জুন, ২০২২
শিক্ষকরা আজ ঝুকিতে রয়েছে। তারা ছাত্র, স্বার্থবাদী মহল এবং কমিটি কতৃর্ক ভীষনভাবে নিষ্পেষিত ও নির্যাতিত। তাদের রক্ষার দায়িত্ব। এভাবে চলতে থাকলে শিক্ষার পরিবেশ বলে কিছু থাকবে না। ছাত্রদের শাসন করা ভীষন বিপদ। শিক্ষক সমাজকে কে বাচাবে ?
Kamrul, ২৭ জুন, ২০২২
দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ সাহস না পায়।
Kamrul, ২৭ জুন, ২০২২
দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ সাহস না পায়।
MD. MASUD RANA, ২৭ জুন, ২০২২
একজন ছাত্র তার শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে । শিক্ষক ঐ ছাত্রকে সঠিক পথ দেখানোর অপরাধে আজকে তাঁকে জীবন দিতে হলো তাঁরই ছাত্রের হতে। এমন ছাত্র জাতির কলঙ্ক, এই ধরনের ছাত্র নামক কুত্তার বীজ গুলোকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে । এদের জন্মের ঠিক নেই। এরা বাস্টার্ডই বটে ! এদের কঠোর শাস্তি/মৃত্যু দন্ড অনতিবিলম্বে কার্যকর করা উচিত। সরকার প্রধানের কাছে আবেদন এই যে, ঐ হত্যাকারীকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করেন।
Md. Rafiqul Islam, ২৭ জুন, ২০২২
একজন শিক্ষক হিসেবে এর চেয়ে কষ্টের সংবাদ আর কি হতে পারে ?
Partha Sarathi Ray, ২৬ জুন, ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠানে সু শাসনের সুষ্ঠু নিয়ম কানুন না থাকার কারনেই শিক্ষকদের আজ এ আবস্থা। সরকার যা-ই বলুকনা কেন শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি শিক্ষানীতিতে আজ উপেক্ষিত। এটা সরকারের উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা চাই।