মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Salim Ullah, ২৭ জুন, ২০২২
এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চাঁদের দেশে অবস্থিত। তাই আমাদের কর্তৃপক্ষ এখন কিছু জানবে না, একজন আর একজনের উপর দোষারোপ করবেন। প্রয়াত শ্রদ্ধেয় ডঃ হুমায়ুন আজাদ স্যারের কোন একটি বইতে এমন ঘটনার কথা জেনেছিলাম। তখন ব্যাপারটা কাল্পনিক মনে হলেও এখন দেখছি বাস্তব। স্যারের বইতে এমন ঘটনা অনেক ছিল। তাই, যাঁদের দায়িত্ব এসব দেখার তাঁরা এবার নড়ে চড়ে বসবেন কিনা কে জানে। অবশ্য এদেশে সব সম্ভব !
Salim Ullah, ২৭ জুন, ২০২২
এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চাঁদের দেশে অবস্থিত। তাই আমাদের কর্তৃপক্ষ এখন কিছু জানবে না, একজন আর একজনের উপর দোষারোপ করবেন। প্রয়াত শ্রদ্ধেয় ডঃ হুমায়ুন আজাদ স্যারের কোন একটি বইতে এমন ঘটনার কথা জেনেছিলাম। তখন ব্যাপারটা কাল্পনিক মনে হলেও এখন দেখছি বাস্তব। স্যারের বইতে এমন ঘটনা অনেক ছিল। তাই, যাঁদের দায়িত্ব এসব দেখার তাঁরা এবার নড়ে চড়ে বসবেন কিনা কে জানে। অবশ্য এদেশে সব সম্ভব !
Monoj Kumar Mondol, ২৭ জুন, ২০২২
এরকম প্রতিষ্ঠান অনেক আছে। ভাই/স্যার, খুলনা শহরের প্রাণকেন্দ্র সবুজ বাগে আছে।
Md Ali Murtazam, ২৭ জুন, ২০২২
দৈনিক শিক্ষা যদি সারা দেশে জরিপ চালায় তাহলে এ ধরনণর শিক্ষা -প্রতিষ্ঠান শত শত পাওয়া যাবে । আরও মজার ঘটনা হলো এমন অনেক কলেজ আছে যেখানে সাবজেক্টের শিক্ষক আছে ছাত্রছাত্রী নাই । বছরের পর বছর ধরে তারা সরকারি টাকা তুলে মহা সুখে ভোগ করছে।
Md. Anisur Rahman, ২৭ জুন, ২০২২
আমাদের পাশ্ববর্তী এক কলেজে ২০২১-২২ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ছাড়াই ০৪ জন শিক্ষক ও ০২ জন প্রদর্শক নিয়মিত বেতন তুলে খাচ্ছেন।