মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Babul Chandra Sarkar, ২৮ জুন, ২০২২
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার পর এই আইন কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত। বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকেরা যে বেতন পান তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। বোনাস ২৫% যা দিয়ে ঈদ আনন্দ করতে পারেনা। একজন জাতি গড়ার কারিগড়ের বেতন মাত্র ১২৫০০ টাকা। কিন্তু কর্মহীন একজনের ভাতা ২০০০০ টাকা। আমরা কোন দেশে আছি। ৯০% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারী। এদের সমস্যা দেখার মত কেউ নেই।
Dr. Abdus Sattar Molla, ২৮ জুন, ২০২২
"শিক্ষকরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না।" -নিয়মটি আইনে পরিণত হয়েছে কিনা স্পষ্ট নয়। আইন হয়ে থাকলে খুবই ভালো হয়েছে।এতে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত পাঠদান না করে শিক্ষার্থীদের চাপের মধ্যে রেখে জিম্মি করে পয়সা দিয়ে পাঠদানের প্রবণতা নিয়ন্ত্রণে আনা যাবে। আমি সিঙ্গাপুরে দেখে এসেছি, এই নিয়মটি কঠোবভাবে পালন করা হয়। সিঙ্গাপুরে আরো একটি নিয়ম আছে। শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডলারের বিনিময়ে পড়াতে পারেন না; কিন্তু বিনা পারিশ্রমিকে দুই দল শিক্ষার্থীদের কোচিং করাতে হয়ঃ ১) কিছু অসাধারণ শিক্ষার্থীকে আরো সৃজনশীল করার জন্য ক্লাস ঘ্ন্টার বাইরে পড়াতে হয়; এর নাম Enrichment Class । ২) পিছিয়ে পড়াদের জন্য বিশেষ ক্লাস যাতে তারা মূল স্রোতের সাথে খাপ খাওয়াতে পারে। বাংলাদেশের বাস্তবটায় আরো একটা শক্ত আইন করা লাগবে। SMC বা Governing Body-র কোনো সদস্য বা কোনো বাইরের শক্তি (যেমন ছাত্রনেতা) শিক্ষকদের ওপর কোনো প্রভাব খাটাতে পারবেন না, বিশেষত তাদের আত্মীয়-পরিজনদের বেশি নম্বর দেওয়ার জন্য। অবিলম্বে এই আইন করে কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
মোঃ মনিরুল ইসলাম, ২৭ জুন, ২০২২
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার পর এমন আইন বাস্তবায়ন করুন। কারন পেটে না দিয়ে পিঠে দিলে যে কষ্ট হয় তা সহ্য করা যায়না।
MD. BARIUL ISLAM, ২৭ জুন, ২০২২
অনেক আগে থেকেই এমন কথা শুনে আসছি কিন্তু বাস্তবে সম্ভব হয়নি,, হয়তো এটাও অসম্ভব থেকে যাবে, । তবে আশা করি এবার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
Hasinur rahman, ২৭ জুন, ২০২২
তাহলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা হবে পুলিশ প্রশাসন দিয়ে নাকি এলাকার চেয়ারম্যান মেম্বার দিয়ে স্যার