মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.MIZANUR RAHMAN, ২৯ জুন, ২০২২
শিক্ষামন্ত্রীর মিথ্যা আশ্বাস চলমান । চলমান কথাটি রক্ষা করেছে সশ্লিষ্ঠরা । ননএমপিও শিক্ষকরা পিষ্ঠ্য হচ্ছে চলমান চাকার নিচে । এই লজ্জা কার ?
MD.EDRISH ALI, ২৮ জুন, ২০২২
বন্যায় * পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে স্বীকৃতি প্রাপ্ত সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী তাদের সাংসারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দুর্বিষহ হয়ে পড়েছে তারা এখন সংসারের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের জন্য বোঝা তাদের এই বোঝা বহন করার মতো সমাজ রাষ্ট্র কেনইবা দায়িত্ব নেবে তারপর বন্যায় তাদের আরো দুর্বি সহ জীবন উপহার দিচ্ছে এদের আর বেঁচে থেকে লাভ নেই এই বোঝা গুলো যত তাড়াতাড়ি মরে যায় ততই ভালো তাই নয় কি হায়রে দেশ হায়রে সমবন্টন এই যদি হয় সুষম বন্টন তাহলে আমাদের আর বলার কিছু নেই কেউ মন খারাপ করবেন না বড় অসহায় আছি ভাই জীবন আর চলে না এখন আমাদেরকে আহত করে রাখার চেয়ে নিত করে দেয়াই ভালো
পিয়াল সরকার, ২৭ জুন, ২০২২
এ ভাবেই চালিয়ে যান , বাহ বা বা । এই শ্রমদাসদের নিয়ে কি সুন্দর তামাশা।
Sarat Chandra Barman, ২৭ জুন, ২০২২
সংবাদটি দেখে ‍খুব খুশি হলাম। আপনাদের মনে আছে কি না জানিনা যে, কিছু কিছু দোকানে ছোট করে লেখা ছিল ঃ আজ নগদ কাল বাকি। যেদিন যাবেন সেদিনেই দেখতে পাবেন।
UZZAL HOSSAIN, ২৭ জুন, ২০২২
প্রতি বছর এম পি ও ঘোষনা দেওয়া হবে, বাস্তবে তা কই। এম পি ও জন্য বাজেট থাকে, সে টাকা পুনরায় ফেরত যায়,কিন্তু এম পি ও ঘোষনা হয় না।শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।শিক্ষকদের পেটে যদি ভাত না থাকে, অবকাঠামো দুয়ে দুয়ে কি পানি খাবে। গত তিন মাস যাবত বলতেছেন আজ না কাল, কাল না পুরশু এম পি ও ঘোষনা হতে পারে। এত টাল বাহানা কেন?
UZZAL HOSSAIN, ২৭ জুন, ২০২২
তাল বাহানা না করে একেবারে বলে দিলেই তো হয় যে আর এম পি ও ঘোষনা করা হবে না। যারা বছরের পর বছর বেতন ছাড়া চাকরি করতেছে তা তো মানুষ না,তারা আপনাদের চোখে গরু ছাগল।
Rofiqul Islam, ২৭ জুন, ২০২২
PM/ ME please declear the MPO. 2100x25=52500×7=367500. Pls PM Amora aponer desher nagorik. 2100 ti protisthan,52500 sikkhok kormochari, poribarer sodosho 367500 Jon. Sikkharthi 2100×300=630000 Jon ke bachate MPO ghosona din pls. EM aponi MPO ghosona na dia paris a gela 970500 Jon manusher boddoyay aponer upor Allahar gojob probe. So agea MPO pore onno kisu.
মোঃমনিরুল ইসলাম, ২৭ জুন, ২০২২
শিক্ষামন্ত্রীর মিথ্যা আশ্বাসে আজ ননএমপিও শিক্ষকরা হতাশ হচ্ছে। বার বার তিনি ননএমপিও শিক্ষকদের সাথে প্রহসন করছেন। এই যদি শিক্ষামন্ত্রীর আচরণ হয় তাহলে দেশ ও জাতীর উন্নয়ণ হবে কি করে?
মোঃমনিরুল ইসলাম, ২৭ জুন, ২০২২
শিক্ষামন্ত্রীর মিথ্যা আশ্বাসে আজ ননএমপিও শিক্ষকরা হতাশ হচ্ছে। বার বার তিনি ননএমপিও শিক্ষকদের সাথে প্রহসন করছেন। এই যদি শিক্ষামন্ত্রীর আচরণ হয় তাহলে দেশ ও জাতীর উন্নয়ণ হবে কি করে?