মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mst. Rashida Khanom, ০২ জুলাই, ২০২২
এক ধর্মকে ডোমিনেট করে অন্য ধর্মকে এগিয়ে নেয়া হয়ে থাকলে বিষয়টি হতাশা ব্যঞ্জক।
Tabiatkowser, ০১ জুলাই, ২০২২
সবাই মিলে কাজ করি’ শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিলো সেটা বাদ দিয়েছে। থ্রিতে ‘খলিফা আবু বক্কর’ শিরোনামে সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে। ক্লাস ফোরে খলিফা হযরত ওমরের সংক্ষিপ্ত জীবনী সেটা বাদ দিয়েছে। ফিফথে ‘বিদায় হজ্ব’ শেষ নবীর। এবার বলুন কোথায় গেল আমাদের মুসলমানের চিন্তাধারা।
Tabiatkowser, ০১ জুলাই, ২০২২
বলে বাংলা সাহিত্যে এসব অবাস্তব কল্প কাহিনি আনা হয়েছে। তাই আল্লাহ না করুক যে আমাদের দেশটি প্রতিবেশী হিন্দুত্ব রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা সকলেরই উচিত।
মুসফিকা চৌধুরী, ৩০ জুন, ২০২২
ধর্ম শিক্ষার জন্য তো আলাদা বই আছে, যে যে ধর্মের সাথে যুক্ত সে সে ধর্মই পড়বে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এসব বইয়ে শুধু পড়াই থাকবে, যে পড়া গুলো বাস্তবতা ও যুগোপযোগী সিদ্ধান্ত দেওয়া থাকবে, তাই যারা এই বই প্রকাশের সাথে জড়িত তারাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এতে সরকারের কোন দোষ নাই,তবে সরকারের বিরুদ্ধে অভিযোগ আনয়নের জন্যই এই কাজ করেছে দায়িত্বশীল কর্মকর্তা। সাজা হওয়ার দরকার এই দায়িত্বশীল কর্মকর্তার।
Sheikh Md. Ahasan Ullah Siddique, ৩০ জুন, ২০২২
বাংলা বইয়ে ধর্ম বিষয়ক গল্প আনা ঠিক না। সকল বই অসাম্প্রদায়িক হওক এটাই কামনা করি। বিশ্বাসভিত্তিক শিক্ষা একমাত্র ধর্ম বইয়ে সীমাবদ্ধ থাকাই যুক্তিযুক্ত।