মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৭ জুলাই, ২০২২
শুধু বেতন আর বেতন, লেখাপড়া করান কখন? দেশের শিক্ষা ব্যবস্থায় প্রধান ত্রুটির কারণ একমাত্র প্রাথমিক শিক্ষার গোড়ায় গলদের কারণ। শুধু প্রাইমারি শিক্ষকদের বছরের পর বছর বেতন গুনলে হবে না। দেশের প্রাইমারি অবস্থা খুবই নাজুক। তাই দেশের প্রাইমারি শিক্ষাকে নতুনভাবে করে ঢেলে সাজাতে হবে। নতুবা কাংখিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে না। বিশেষ করে আগের পুরানো শিক্ষক যারা আছে তারা বর্তমানের শিক্ষা দীক্ষায় অভ্যস্ত যেমন হচ্ছে না ঠিক আবার যারা তরুণ তারা আছে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। তাই এব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন।