মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Ruhul Amin, ১৮ জুলাই, ২০২২
কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন
Md.Ruhul Amin, ১৮ জুলাই, ২০২২
পিএইচডি সম্পর্কে এমন তথ্য যদি সত্যিই হয় তবে তা দেশ ও জাতির জন‍্য কলঙ্কজনক। তবে এক্ষেত্রে পিএইচডি ডিগ্রী অর্জন কারিদের অনেক ছোট করে দেখা হয়েছে যা মোটেও সমীচীন নয়।বিষয়টি এতটাই যদি সহজ হত তাহলে অনার্স -মাস্টার্স এর মত করে সবাই এটা অর্জন করত। গবেষণায় হয়ত কেউ একটু ভালো করে কেউ বা একটু খারাপ তাই বলে কি সে কিছুই জানে না। একজন পিএইচডি ধারী অবশ্যই পিএইচডি বিহীন এর তুলায় অনেক বেশি জানে সেটাও বলছি না, তবে সে অনেক জানে এটা মানতেই হবে। আর একটা কথা - এমন মন্তব্য করলে নতুন প্রজন্ম গবেষণায় অনাগ্রহী হবে এতে দেশমাতা প্রধান মন্ত্রী র ডিজিটাল বাংলাদেশ গড়ায় একটা ক্ষুদ্র বাধার সৃষ্টি হতে পারে।দেশের সার্বিক উন্নয়ন বাধা প্রাপ্ত হওয়া সহ অন‍্যান‍্য.......
Md.Ruhul Amin, ১৮ জুলাই, ২০২২
পি এইচ ডি সংক্রান্ত এমন নজির সত্যিই দেশ ও জাতির জন‍্য কলঙ্কজনক।
মো. রবিউল ইসলাম, ১৭ জুলাই, ২০২২
অনেকের জন্য নয় কারো কারো জন্য প্রযোজ‍্য বিষয় ঢালাওভাবে উপস্থাপন করা হয়েছে যা সার্বিকীকরণ হিসেবে বিবেচ‍্য।