মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Babul Chandra Sarkar, ০২ আগস্ট , ২০২২
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করে নিয়ম-কানুন কড়া করা উচিত। কারণ এই সব প্রতিষ্ঠানের।বেতন-বোনাস খুবই কম যা দ্বারা একজন শিক্ষকের সংসার চালানো খুবই কঠিন।
KM Habib, ০২ আগস্ট , ২০২২
জরিপে দেখা যায়, অনেক শিক্ষার্থী অস্বস্তি গরম ও লোডসেডিং এর পরিবেশে স্কুলে থাকতে বিরক্তবোধ হচ্ছে। কিছু শিক্ষার্থী চায় বাসায় নির্বিঘ্নে হোমওয়ার্ক চালানোর জন্য বাড়তি সময়ের প্রয়োজন। এজন্য প্রতিদিন সাতটি বিষয়ই থাকবে এবং তা হতে পারে প্রতিটি ক্লাস ত্রিশ মিনিট। আর বাদ বাকি সময় বাসায় বসে রুটিন মাফিক পড়াশোনা।
KM Habib, ০২ আগস্ট , ২০২২
জরিপে দেখা যায়, অনেক শিক্ষার্থী অস্বস্তি গরম ও লোডসেডিং এর পরিবেশে স্কুলে থাকতে বিরক্তবোধ হচ্ছে। কিছু শিক্ষার্থী চায় বাসায় নির্বিঘ্নে হোমওয়ার্ক চালানোর জন্য বাড়তি সময়ের প্রয়োজন। এজন্য প্রতিদিন সাতটি বিষয়ই থাকবে এবং তা হতে পারে প্রতিটি ক্লাস ত্রিশ মিনিট। আর বাদ বাকি সময় বাসায় বসে রুটিন মাফিক পড়াশোনা।
মোঃ মাসুদ রানা, ০২ আগস্ট , ২০২২
সারা দেশে অনেক প্রতিষ্ঠানেই এভাবে চলছে।