মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Rashidul Islam, ১৩ আগস্ট , ২০২২
কোন ব্যক্তি যদি ১৫ তম গ্রেডে চাকুরী নিয়ে ১০ম গ্রেডে আসতে চায়,তাহলে যে ১১তম গ্রেডে চাকুরী নিয়েছে তার কততম গ্রেডে আসা দরকার।একজন যদি তৃতীয় শ্রেনীর চাকুরী নিয়ে দ্বিতীয় শ্রেণিতে আসতে চায় এটা কেমন যুক্তির কথা।আর সরকার যদি মনে করে শুধুমাত্র প্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানো দরকার এবং প্রাথমিকের শিক্ষকরাই শুধু পড়ায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা পড়ায় না তাহলে সরকারের রাজস্ব খাতের এত টাকা খরচ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রয়োজন নেই।আবার নতুন আইন করতে হবে প্রাথমিক বিদ্যালয় পাশ করলেই একেকজন ডাক্তার,ইন্জিনিয়ার,সচিব হবে।আর প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক সহকারী শিক্ষক বাংলাদেশ চালাবে।