মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

করিম, ১৫ আগস্ট , ২০২২
আপনি কলেজে আসেন সপ্তাহে তিন দিন ক্লাস নেন দুই ঘন্টা। আপনিতো সপ্তাহে চারদিন ছুটি কাটান । সপ্তাহে দুই দিন বন্ধের মর্ম কি বুঝবেন আপনার মতে শিক্ষকের কারণে আজকে দেশের এই অবস্থা সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে যদি সরকারী সব গুরুত্বপূর্ণ অফিস চলে। তাহলে স্কুলের জন্য অন্য নিয়ম কেনো। একদিন পড়ালেখা কম হলে পড়ালেখার কোন ক্ষতি হবে না। এমন বাজে মন্তব্য করে খবরের শিরোনাম হতে চাচ্ছেন তাই না ।
Khalil Master, ১৫ আগস্ট , ২০২২
সকল প্রকার অফিস যেহেতু দুইদিন বন্ধ তাই শিক্ষা প্রতিষ্ঠান দুইদিন বন্ধ থাকা উচিত। আর পড়াশোনা প্রতি দিন হয় না। সেই হিসেবে বন্ধ হলে ক্ষতি নাই। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যে কোন বিষয়ে সর্বোচ্চ পনের মিনিট মনোযোগ দিতে পারে।বাস্তবেও ইহা প্রমানিত। কেননা এত এত ডিগ্রী শুধু বেকার সমস্যাই বৃদ্ধি করছে।