মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Mostafizur Rahmam, ২৭ আগস্ট , ২০২২
এসব তামাশা বাদ দিয়ে এনটিআরসিএ'র এটা করা উচিত যে আবেদন ফি একহাজার,দুইহাজার যাইই হোক,মেধাক্রম অনুসারে এক আবেদনেই দেশের যে কোন প্রতিষ্ঠানে শুন্যপদে সুপারিশ করতে হবে,তাহলেই বুঝব তাদের সদিচ্ছা আছে।নইলে বুঝব গরিব,বেকার যুবকদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার এ আরেক ভাওতাবাজি!!!!!!!
Mohammad Shahidul Islam, ২৫ আগস্ট , ২০২২
কথাটাকি এক আবেদনে ৪০ পদে, নাকি এক আবেদনে একই পদে ৪০টি প্রতিষ্ঠানে আবেদন করতে /চয়েস দিতে পারবে। অন্যথায়, বেসরকারি স্কুল, কলেজ বা মাদরাসায় ৪০টি পদ আছে কিনা, নাকি বিষয়টি বোঝতেই পারতেছিনা তাও তো বোঝতে পারতেছিনা। ভাষা জ্ঞানের দৈন্যতা।
A.F.M.Tanvir Nabi, ২৫ আগস্ট , ২০২২
খুবই ভাল খবর। ধন্যবাদ জানাই সংস্লিষ্টদের। সহাকারি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ, নিয়োগ প্রক্রিয়াতে শুনেছিলাম পরিবর্তন আসবে। বর্তমানে উক্ত পদগুলো নিয়োগে দূরনীতি হয় বলে খবর প্রকাশিত হয়েছে। শিক্ষা ব্যবসথাকে কুলষমুক্ত রাখতে জরুরী ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া প্রযোজন। সাথে বদলি ব্যবস্থা ও ি ইএফটি এর মাধ্যমে বেতন প্রবর্তন জরুরী। ডিজিটাল বাংলাদেশে ইএফটিতে বেতন হবে এটাই স্বাভাবিক।
Md. Abdul Alim, ২৩ আগস্ট , ২০২২
দয়া করে মাদ্রাসার ইনক্রিমেন্ট বঞ্চিত শিক্ষকদের নিয়ে কিছু লিখেন।
Abdur Rahman, ২২ আগস্ট , ২০২২
একটি আবেদনে ৪০টি প্রতিষ্ঠান টাকা একহাজার।মনে হতে পারে ভোগান্তি কমবে কিন্তু না।শষ্যের মধ্য ভূত আছে।যে ভোগান্তি আগে ছিলো তাই থাকবে।এখানে আবেদনে ভোগান্তি কমানোর বিষয় নয়, বিষয় হলো চাকুরির নিশ্চয়তার জন্য এনটিআরসিএ কি ব্যবস্হা নিচ্ছে সেটাই আসল কথা।আগে কেউ এক লাখ টাকার আবেদন করতো এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে।এটাইতো সুবিধা? এটার দরকার নেই, দরকার চাকরি।সেটার জন্য কি ব্যবস্হা এনটিআরসিএ নিয়েছে সেটাই মূখ্য বিষয়।এই ভূগোল পড়াইয়া লাভ হবে না।69 কে আপনিকে যেভাবেই ধরেন না কেন তা একই (69) রেজাল্ট দিবে।এনটিআরসিএ তাই করছে যা তামাশা ছাড়াই কিছুই না।
সোহেল রানা(গৌড়করন), ২২ আগস্ট , ২০২২
এনটিআরসিএ এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে এই মহতি উদ্যোগের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। 100% যে সফল হন( দোয়া রইলো)।।।।।।
Raj Kumar Saha, ২২ আগস্ট , ২০২২
নিবন্ধন বিহীন এম পি ও ভুক্তদের কথা বলা হচ্ছে না কেন?