মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mozaffor hossain, ০৩ সেপ্টেম্বর, ২০২২
এরা গণবিজ্ঞপ্তির নামে চালাই বদলি। ফলে প্রতি বছর শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে। সামনে 5ম বিজ্ঞপ্তিতে বলবে 1লক্ষ পদ খালি। বদলি করাই এদের লক্ষ কারণ নতুনরা নিয়োগ পেলে বেতন দিতে হবে।তাই আপনাদের অনুরোধ করছি এই প্রতিষ্ঠানটি কিভাবে নিয়োগ দিচ্ছে এটা নিয়ে লেখেন। শিক্ষক সংকট নিয়ে লেখেন।ইনডেক্সধারীদের নিয়োগ আলাদা দিতে বলেন। নতুন নিবন্ধন ধারীদের আলাদা নিয়োগ দিতে বলেন। এতে শিক্ষক সংকট দূর হবে।
Swapan Sarkar, ২৪ আগস্ট , ২০২২
ইনডেক্স ধারী শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে পয়েন্ট যোগ করে গনবিজ্ঞিপ্তিতে আবেদন করার সুযোগ দেয়া হোক। আগের নিবন্ধনধারীগন মেধাতালিকা র তোয়াক্কা করে নাই। কারণ তখন উল্লেখ ছিল না যে মেধাতালিকার মাধ্যমে এনটিআরসিএ নিয়োগ দেবে।
অধ্যক্ষ ডক্টর মো: গোলাম মাওলা, ২৪ আগস্ট , ২০২২
প্রথমে ৩১/১২/২০২২ পর্যন্ত যাঁরা অবসরে যাবেন তাদেরও তালিকা সংগ্রহ করে একই সঙ্গে নিয়োগ দেয়া হোক । এরপর শুধু MPO ভূক্ত শুন্য পদের বিপরীতে নিয়োগ দেয়া হোক তারপর Non MPO ভুক্ত পদে নিয়োগ দেয়া হোক তারপর যাঁরা অন্য প্রতিষ্ঠানে যাবেন (Mpo ভূক্ত শিক্ষক) তাদের নিয়োগ দেয়া হোক ।
অধ্যক্ষ ডক্টর মো: গোলাম মাওলা, ২৪ আগস্ট , ২০২২
১) যারা ডিসেম্বর ৩১/১২/২০২২ তারিখের মধ্যে অবসরে যাবেন তাদেরও তালিকা সংগ্রহ করা হোক এবং একই সাথে নিয়োগ দেয়া হোক নতুবা শিক্ষা প্রতিষ্ঠান আর ও এক বছরের মধ্যে কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না । ২) প্রথমে শুধুমাত্র MPO ভুক্ত শুন্য পদের শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক। ৩ ) এরপর নন এমপি ভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া হোক। ৪) এরপরে যারা MPO ভূক্ত শিক্ষক অন্য প্রতিষ্ঠানে দেখতে চান তাদের নিয়োগ দেওয়া হোক। ৫) সর্বোপরি যখনই শিক্ষা প্রতিষ্ঠানের MPO পদ শূন্য হবে দুই মাসের মধ্যে সেই নিয়োগ নিশ্চিত করা হোক, না হলে দুই বছর তিন বছর ধরে আমরা শিক্ষক নিয়োগ করতে পারছি না । ধন্যবাদ অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ রাজশাহী
H.M.Manik Hasan, ২৪ আগস্ট , ২০২২
happy.
Nazam Uddin, ২৪ আগস্ট , ২০২২
সরকার মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি দুটি শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দিয়েছেন এবং দিচ্ছেন- ভাল কথা কিন্তু ১১ জনের কোঠা ১৩ জনে উন্নীত করলেও দেশের ৮০% বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের চাহিদা ডবল। সেদিকে নজর না দিলে কিছুই হবে না।
Nazam Uddin, ২৪ আগস্ট , ২০২২
সরকার মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি দুটি শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দিয়েছেন এবং দিচ্ছেন- ভাল কথা কিন্তু ১১ জনের কোঠা ১৩ জনে উন্নীত করলেও দেশের ৮০% বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের চাহিদা ডবল। সেদিকে নজর না দিলে কিছুই হবে না। ল