মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী।, ০৭ সেপ্টেম্বর, ২০২২
যে হারে দ্রব্যমূল্যের দাম উর্দ্ধগতি, তাতে প্রতিটি মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। কাজেই,সরকরের উচিত হবে- নতুন পে-কমিশন গঠন করে ২০২৩ সালের প্রথম দিকেই নতুন পে-স্কেল ঘোষণা করা।আর ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে ৫০%মহার্ঘ ভাতা প্রদান করা।
Md. Rafiqul Islam, ০৭ সেপ্টেম্বর, ২০২২
সত্য কথা বলতে কি? ভুক্তভোগী জনসমাগমের ভাষ্য অনুযায়ী প্রতিটি সেক্টরে যার সহি করার যোগ্যতা বেশি আছে তার বেতন বেশি থেকে অনেক বেশী অর্থাৎ আকাশচুম্বি পক্ষান্তরে যার কাজ করার যোগ্যতা বেশি আছে বা যে প্রকৃত অর্থে বেশি পরিশ্রম করে তার বেতন তত কম বা নগন্য। আর এখানেই যত বৈষম্য, যা একজন সচেতন মনুষকে তথা নাগরিককে ব্যথিত করে, পীড়া দেয় তারপরও নীরবে নিবৃত্তে কাঁদে অতৃপ্ত হৃদয় যার ভাষা বুঝার কেউ নেই। তাই, আজ সময় এসেছে সঠিক কথা বলার, সময় এসেছে ন্যায্য অধিকার আদায় করার এবং ন্যায্য অধিকার বুঝে দেওয়ার। পরিশেষে আমাদের সকলের চাওয়া পাওয়া হোক“ ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ” সাথে সাথে জয়গান হোক “সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।”
Md. Rafiqul Islam, ০৭ সেপ্টেম্বর, ২০২২
সত্য কথা বলতে কি? ভুক্তভোগী জনসমাগমের ভাষ্য অনুযায়ী প্রতিটি সেক্টরে যার সহি করার যোগ্যতা বেশি আছে তার বেতন বেশি থেকে অনেক বেশী অর্থাৎ আকাশচুম্বি পক্ষান্তরে যার কাজ করার যোগ্যতা বেশি আছে বা যে প্রকৃত অর্থে বেশি পরিশ্রম করে তার বেতন তত কম বা নগন্য। আর এখানেই যত বৈষম্য, যা একজন সচেতন মনুষকে তথা নাগরিককে ব্যথিত করে, পীড়া দেয় তারপরও নীরবে নিবৃত্তে কাঁদে অতৃপ্ত হৃদয় যার ভাষা বুঝার কেউ নেই। তাই, আজ সময় এসেছে সঠিক কথা বলার, সময় এসেছে ন্যায্য অধিকার আদায় করার এবং ন্যায্য অধিকার বুঝে দেওয়ার। আমরা সমাজের প্রত্যেকটি ব্যক্তি স্বস্ব অবস্থানে থেকে দেশের জন্য, দশের জন্য সর্বোপরি বিশ্বমানবতার জন্য ইচ্ছা করলে ভালো কিছু করতে পারি এবং আমাদের সমাজকে, দেশকে, জাতিকে ভালো কিছু দিতে পারি যা দেখে আমাদের সন্তানেরা তথা ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু জানতে পারে, শিখতে পারে। পরিশেষে আমাদের সকলের চাওয়া পাওয়া হোক“ ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ” সাথে সাথে জয়গান হোক “সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।”