মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md Ariful Islam, ১২ সেপ্টেম্বর, ২০২২
যখন ছাত্ররা হলে পরীক্ষা দিয়েছিল কক্ষ পরিদর্শক হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববদ্যিালয়ের শিক্ষকরা দায়িত্ব পালন করেছেন। তাদের দায়িত্ব ছিল, পরীক্ষার্থীদের খাতা পরীক্ষা করে স্বাক্ষর করা। যদি কোন পরীক্ষার্থী সেট কোড না লেখে থাকে সেগুলো পূরণ করায়ে নেওয়ার পর স্বাক্ষর করা। অথবা সংশ্লিষ্ঠ খাতা মূল্যায়ন কমিটি সেই খাতাটি সব গুলো সেটের মেশিনে দিয়ে মূল্যায়ন করে ফলাফল দিয়ে দেওয়া। সেট কোড না লিখার দায় কেন পরীক্ষার্থীদের ঘারে চাপিয়ে ফলাফল দেওয়া হলো না।ফলাফল পূণ: নিরীক্ষার আবেদন নিয়েও সেই খাতাগুলো পূণ: মূল্যায়ন করা হলো না। সেট কোড না লেখার কারণে খাতাগুলো পূণ:মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি