মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Siyam Islam, ২০ সেপ্টেম্বর, ২০২২
শূনেছি উর্ধ্বতন কর্মকর্তারা মাদ্রাসা বিদেদষী
Siyam Islam, ২০ সেপ্টেম্বর, ২০২২
শূনেছি উর্ধ্বতন কর্মকর্তারা মাদ্রাসা বিদেদষী
Suraiya Akter Akter, ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের স্কেলের আবেদন করেছিলাম ! বেতন কোড ৭ থেকে ০৬ এ পরিবর্তন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি প্রভাষকই রয়ে গেলাম ! কারণ এমপিও সিটে আমি প্রভাষক। যখন সহকারী অধ্যাপকের স্কেলের আবেদন জমা দিয়েছি কম্পিউটার এর দোকান থেকে আবেদনের একটা হার্ড কপি আমাকে দেওয়া হয় । পড়ে দেখলাম আমি প্রভাষক বাংলার কিন্তু আশ্চর্যের বিষয় আমার পদবি প্রভাষক হাদিস । এটা কেমন করে হলো একটু দয়াকরে জানাবেন ।
Suraiya Akter Akter, ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রমোশন হয়ে বেতন কোড ৭ থেকে ৬ এ আসার পর ১৩৭৭ টাকা কমে বেতন জমা হয়েছে আগষ্টে ! প্রমোশন মানে কি ?
Akash Mia, ১৪ সেপ্টেম্বর, ২০২২
এমপিও কপি সহ পোস্ট দিলে ভালো হয়। বেশির ভাগ ভুল বুঝাবুঝি। কিছু কারিগরি ত্রুটি। তাছাড়া কারো বেতন কমে না।
MD. AMINUL ISLAM, ১৪ সেপ্টেম্বর, ২০২২
মোঃ আমিনুল ইসলাম সুপারিনটেনডেন্ট ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আমি ০১/০৯/২০২১ সালে সুপারিনটেনডেন্ট পদে যোগদান করে। সহকারী সুপারিনটেনডেন্ট পদে ৪ বছর ৭ মাসে ৪ টি ইনক্রিমেন্ট সুপারিনটেনডেন্ট পদে যোগদান করে ৪ টি ইনক্রিমেন্ট চলে যায়। শুধু তাই নয় ২০২২ সালে জুলাই মাসে ১০ মাস হওয়ার পরও ইনক্রিমেন্ট দেওয়া হয় নাই। মেমিসে যোগাযোগ করা হলে মেমিসে বলেছেন ১ বছর পূর্ণ না হওয়ায় ইনক্রিমেন্ট দেওয়া হয় নাই। কিন্তু স্কুল কলেজের ৬ মাস পূর্ণ না হলে ইনক্রিমেন্ট দেওয়া হয়। আর মাদ্রাসার শিক্ষকদের ইনক্রিমেন্টের দেওয়া হয় না। এক দেশে দুই নীতি । মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কি অবহিত, তার কোন মূল্য নেই। তাহলে একজন প্রধান শিক্ষক মোঃ আব্দুল (স্কুল) ৭ কোড এবং একজন সুপারিনটেনডেন্ট ৭ কোড দেওয়ার প্রয়োজন কি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
Uddin, ১৪ সেপ্টেম্বর, ২০২২
আমি দৈনিক শিক্ষার মাধ্যমে মাদ্রাসা অধিদপ্তরকে জানাতে চাই যে, ২০২১ইং সালের জানুয়ারীতে বি,এড স্কেল পাওয়ার পরেও আমি ইনক্রিমেন্ট পেলাম না আমারতো ১৮ মাস হয়ছে কি ধরনের বৈষম্য
Mohammad Ramzan Ali, ১৩ সেপ্টেম্বর, ২০২২
স্কুলের emis এ শিক্ষক-কর্মচারীরা উচ্চতর গ্রেড পেয়ে বেতন বেড়েছে আর মাদরাসার memis উচ্চতর গ্রেডের জন্য আবেদন করায় কিছু কিছু শিক্ষকের বেতন কমে গেছে। স্কুলের সফটওয়ারে শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল ও স্কেলর ধাপ ইত্যাদি রয়েছে যার ফলে প্রত্যাশিত ধাপ নির্ধারণ করে দাওয়া যায়; কিন্তু মাদরাসার সফটওয়ারে শুধু পে কোড দেওয়া যায়, ধাপ নির্ণয় করা যায় না। যার ফলে বেতন আর ইনক্রিমেন্টে হযবরল দেখা দিচ্ছে। আর ইনক্রিমেন্ট অনুযায়ী শিক্ষকদের বেতন বেড়ে যদি সচিবের উপরে যায় তাহলে সচিবের মনে আগুন জ্বলবে কেন? সচিব কি তার পকেট থেকে শিক্ষকদের বেতন দিচ্ছে? এ সচিবকে শিক্ষা দিয়েছে যে শিক্ষকরা তাদের বেতন বাড়লে তো সচিবের মন খুশি হওয়ার কথা। নাকি সচিব মঙ্গল গ্রহ থেকে নাযিল হয়েছে?
মাইনুল ইসলাম মানিক, ১৩ সেপ্টেম্বর, ২০২২
সচিব কি ইনক্রিমেন্ট ছাড়া চাকরি করে? শিক্ষকের বেতন সচিবের সমান কীভাবে হবে? গোঁজামিল দিয়ে একটা বলে দিলেই হলো? ইনক্রিমেন্ট মানে ইচ্ছামতো সমন্বয় করা? সমন্বয়ের কোনো বিধি নেই?
Md. Sanowar Hossain, ১৩ সেপ্টেম্বর, ২০২২
একই দেশে দৈত নীতি বড়ই বেমানান ও হাস্যকর। যা সরকারের ভাবমুর্তি নষ্ট করে। সুতরাং সকাররের উচিত মাদ্রাসা শিক্ষক/কর্মচারীদের সমস্যা সমাধান করা।
jahangir alam, ১৩ সেপ্টেম্বর, ২০২২
এত বড় অনিয়ম ও বৈষম্য আর হয়না। আমাকে গত বছরের নভেম্বরে ৬ষ্ঠ গ্রেড দিয়েছে এবং বেতন পেয়েছি ৩৩,৪৫০ টাকা । উল্লেখ্য চাকুরির ২৪ বছরের পর এই স্কেল এবং বেতন পেলাম। যাই হোক, এ বছরের জুলাই মাসের বেতনও ৩৩,৪৫০টাকা। অর্থাৎ স্কেল প্রাপ্তির.৮ মাস পরেও কোন ইনক্রিমেন্ট হয়নি। কিন্তু কলেজে যারা বিগত বছরে, এমনকি এ বছরের মার্চ মাসেও ৬ষ্ঠ গ্রেড পেয়েছে, তাদের সবারই বেতন ৩৫,০৫২ টাকা হয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়েছে। আমি বিষয়টি তদন্তের জন্য দুদকসহ ঊর্ধতন কতৃপক্ষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি কলেজের মতই ইনক্রিমেন্ট দাবি করছি এবং মাদ্রাসা অধিদপ্তরকে মানবিক হওয়ার জন্য আবেদন জানাই।।
jahangir alam, ১৩ সেপ্টেম্বর, ২০২২
এত বড় অনিয়ম ও বৈষম্য আর হয়না। আমাকে গত বছরের নভেম্বরে ৬ষ্ঠ গ্রেড দিয়েছে এবং বেতন পেয়েছি ৩৩,৪৫০ টাকা । উল্লেখ্য চাকুরির ২৪ বছরের পর এই স্কেল এবং বেতন পেলাম। যাই হোক, এ বছরের জুলাই মাসের বেতনও ৩৩,৪৫০টাকা। অর্থাৎ স্কেল প্রাপ্তির.৮ মাস পরেও কোন ইনক্রিমেন্ট হয়নি। কিন্তু কলেজে যারা বিগত বছরে, এমনকি এ বছরের মার্চ মাসেও ৬ষ্ঠ গ্রেড পেয়েছে, তাদের সবারই বেতন ৩৫,০৫২ টাকা হয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়েছে। আমি বিষয়টি তদন্তের জন্য দুদকসহ ঊর্ধতন কতৃপক্ষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি কলেজের মতই ইনক্রিমেন্ট দাবি করছি এবং মাদ্রাসা অধিদপ্তরকে মানবিক হওয়ার জন্য আবেদন জানাই।।
jahangir alam, ১৩ সেপ্টেম্বর, ২০২২
এত বড় অনিয়ম ও বৈষম্য আর হয়না। আমাকে গত বছরের নভেম্বরে ৬ষ্ঠ গ্রেড দিয়েছে এবং বেতন পেয়েছি ৩৩,৪৫০ টাকা । উল্লেখ্য চাকুরির ২৪ বছরের পর এই স্কেল এবং বেতন পেলাম। যাই হোক, এ বছরের জুলাই মাসের বেতনও ৩৩,৪৫০টাকা। অর্থাৎ স্কেল প্রাপ্তির.৮ মাস পরেও কোন ইনক্রিমেন্ট হয়নি। কিন্তু কলেজে যারা বিগত বছরে, এমনকি এ বছরের মার্চ মাসেও ৬ষ্ঠ গ্রেড পেয়েছে, তাদের সবারই বেতন ৩৫,০৫২ টাকা হয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়েছে। আমি বিষয়টি তদন্তের জন্য দুদকসহ ঊর্ধতন কতৃপক্ষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি কলেজের মতই ইনক্রিমেন্ট দাবি করছি এবং মাদ্রাসা অধিদপ্তরকে মানবিক হওয়ার জন্য আবেদন জানাই।।
Jashim uddin, ১৩ সেপ্টেম্বর, ২০২২
মাশাআল্লাহ, দৈনিক শিক্ষা কে আন্তরিক ভাবে ধন্যবাদ,এমন একটি বিষয় তুলে ধরার জন্য। আসলে আমরা মনের কথা বলতে পারিনা , দৈনিক শিক্ষার উত্তর উত্তর সাফল্য কামনা করছি যে এই পত্রিকা জনগণ তথা শিক্ষকদের কল্যানে কাজ করেন। অধিদপ্তরের বিষয়টি আমরা এ ভাবে দেখি গাভী দিয়েছে দুধ খাওয়ার জন্য এখন গাভী দেখী লাথী মারে।স্কেল বারলে টাকা বারবে এটাই স্বাভাবিক এখন দেখতেছি কমে।এই হলো আমাদের কাংখিত অধিদপ্তর।যাইই হোক দৈনিক শিক্ষাকে অনেক অনেক ধন্যবাদ।।
Jashim uddin, ১৩ সেপ্টেম্বর, ২০২২
মাশাআল্লাহ, দৈনিক শিক্ষা কে আন্তরিক ভাবে ধন্যবাদ,এমন একটি বিষয় তুলে ধরার জন্য। আসলে আমরা মনের কথা বলতে পারিনা , দৈনিক শিক্ষার উত্তর উত্তর সাফল্য কামনা করছি যে এই পত্রিকা জনগণ তথা শিক্ষকদের কল্যানে কাজ করেন। অধিদপ্তরের বিষয়টি আমরা এ ভাবে দেখি গাভী দিয়েছে দুধ খাওয়ার জন্য এখন গাভী দেখী লাথী মারে।স্কেল বারলে টাকা বারবে এটাই স্বাভাবিক এখন দেখতেছি কমে।এই হলো আমাদের কাংখিত অধিদপ্তর।যাইই হোক দৈনিক শিক্ষাকে অনেক অনেক ধন্যবাদ।।
Uddin, ১৩ সেপ্টেম্বর, ২০২২
আমি সহকরী মৌলভী ২০২১ ইং সালে জানুয়ারী মাসে বি,এড স্কেল পেয়ে ১৫৯০০ টাকা উত্তোলন করি৷ আবার ২০২১ইং সালের জুলাই মাসে ১ম ইনক্রিমেন্ট ৮০০টাকা পেয়ে ১৬৬২০ টাকা উত্তোলন করি ৷ কিন্তু ২০২২ ইং সালের জুলাই মাসে ৮৪০ টাকা যোগ না হয়ে আগের ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয় ৷বর্তমানে ১৫৯০০ টাকা উত্তোলন করি ৷ এটাই কি ‌‌‍
km saifullah, ১৩ সেপ্টেম্বর, ২০২২
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারি পরিচালক মহোদয় হয়তোবা মাদ্রাসা শিক্ষকদের সাথে বৈসম্য আচরণ করতেছেন নতুবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকরা যে বিধানে ইনক্রিমেন্ট পান মাদ্রাসা শিক্ষকদের বিধান তার থেকে ভিন্ন বিধান। আমি ০১/০১/২০২২ইং উচ্চতর গ্রেড পাই, হিসাব মতে জুলাই/০২২ইং ০৬মাস পূর্ণ হয়েছে কিন্তু ইনক্রিমেন্ট পাইনি। অথচ মহোদয় বলছেন মার্চে গ্রেড পরিবর্তন করে জুলাইতে ইনক্রিমেন্ট চান। আসলে বি সি এস ক্যাডারতো যার জন্য শিক্ষকদের মূল্যায়ন তার কাছে কম। পে-স্কেল-২০১৫ এর ১১(১) অনুচ্ছেদ পড়লে বুঝতেন। বিধি মোতাবেক চললে িশক্ষকরা ঠকবেনা। এক দেশে দুই নীতি। এক দিকে মাদ্রাসা অন্যদিকে মাদ্রাসার শিক্ষক,অধিদপ্তর আলাদা হওয়াতে ভালো হয়েছে।উন্নতি হয়েছে,আমাদের প্রতি কার্পন্য না করাই ভালো।
MD SHAFIQUL ISLAM, ১৩ সেপ্টেম্বর, ২০২২
এক জন স্কুল শিক্ষক ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে এসে তার ইনক্রিমেন্ট যোগ হচ্ছে কিন্তু মাদরাসা শিক্ষকদের ইনক্রিমেন্ট যোগ হয় না কেন
km saifullah, ১৩ সেপ্টেম্বর, ২০২২
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারি পরিচালক হয়তোবা মাদ্রাসা শিক্ষকদের সাথে বৈসম্য আচরণ করতেছেন নতুবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকরা যে বিধানে ইনক্রিমেন্ট পান মাদ্রাসা শিক্ষকদের বিধান তার থেকে ভিন্ন বিধান। আমি ০১/০১/২০২২ইং উচ্চতর গ্রেড পাই, হিসাব মতে জুলাই/০২২ইং ০৬মাস পূর্ণ হয়েছে কিন্তু ইনক্রিমেন্ট পাইনি। অথচ মহোদয় বলছেন মার্চে গ্রেড পরিবর্তন করে জুলাইতে ইনক্রিমেন্ট চান। আসলে বি সি এস ক্যাডারতো যার জন্য শিক্ষকদের মূল্যায়ন তার কাছে কম। পে-স্কেল-২০১৫ এর ১১(১) অনুচ্ছেদ পড়লে বুঝতেন। বিধি মোতাবেক চললে িশক্ষকরা ঠকবেনা। এক দেশে দুই নীতি। এক দিকে মাদ্রাসা অন্যদিকে মাদ্রাসার শিক্ষক,অধিদপ্তর আলাদা হওয়াতে ভালো হয়েছে।উন্নতি হয়েছে,আমাদের প্রতি কার্পন্য না করাই ভালো।
মোঃ হারুনুর রশীদ, ১৩ সেপ্টেম্বর, ২০২২
কোনটা নিয়ম আর কোনটা অনিয়ম আমি বুঝতে পারছি না।যে যার নিজের মত করে ব্যাখ্যা দিচ্ছেন।গত ২০২১ইং সালের মে মাসে উচ্চতর স্কেল পেয়ে ১০ম থেকে ৯ম গ্রেডে শুধুমাত্র মুলবেতন পেয়েছি। ২০২২ইং সালের জুলাই মাসে আমাকে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু ১০ম গ্রেডে আমার অর্জিত সকল ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়েছে। আমি ঐ ইনক্রিমেন্ট গুলো পাবো কিনা জানিনা।এইটা কোন নিয়মে হয়েছে তাও জানিনা। শুধু বেসরকারি শিক্ষকগন তাদের আগের অর্জিত ইনক্রিমেন্ট পেলেই সচিব স্যারের চেয়ে বেশি বেতন পান কিন্তু সরকারি কেউ পেলে বোধ হয় সেটা হয় না?আজব নিয়ম কানুন।
Md. Amin, ১৩ সেপ্টেম্বর, ২০২২
বেতননের ধাপ অনুযায়ী ইনক্রিমেন্ট পাবে, সেখানে বেতন কার মতো হয়ে গেল এটা কোনো যুক্তি হতে পারে না। তাইলে কী শিক্ষকদের কোনঠাসা করার একটি সহজ উপায় বের করছে তারা? এটা কোনো কথা হতে পারে? যে, বেতন সচিব স্যারের মতো হয়ে গেলো। যদি তার বেতন ধাপ নীতিমালা অনুযায়ী সচিব স্যারের মতো হয় তাইলে তাই হবে। কেন? শিক্ষকরা কী উপযুক্ত বেতন পেতে পারে না? তাতে এত দ্বিমত কিসের?
Md. Amin, ১৩ সেপ্টেম্বর, ২০২২
একই দেশে দুই নিয়ম, এটা কিভাবে সম্ভব। স্কুল শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলে তাদের পিছনের ইনক্রিমেন্ট যোগ করে তারপর উ্চ্চতর গ্রেড যোগ করা হয়। তাহলে মাদরাসার সমস্যা কোথায়? এরপরের কথা হলো। একজন শিক্ষক/কর্মচারী সমপদে বা উচ্চতর পদের অন্য যায়গায় যোগদান করলে তার ইনক্রিমেন্ট কাটা হবে হবে কেন? অণ্য প্রতিষ্ঠানে যোগদান করলেও তার চাকুরিতো চলমান সে তো আর চাকুরী বিরতী দেয় নাই। তাহলে তার বেতন আবার প্রথম থেকে কেন শুরু হবে? এগুলো মাথায় ধরে না। স্কুল কলেজেরও শিক্ষক এবং মাদরাসাও শিক্ষক তাইলে আইন কেন দুইটা হবে? নাকি মাদরাসার শিক্ষক কর্মচারীর পেট ছোট, তারা কম খায় হিসাব মিলানো কঠিন হয়ে গেলো।
Mir Muhammad amimul ehsan, ১৩ সেপ্টেম্বর, ২০২২
রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে যা হয়, তাই হয়েছে অসহায় শিক্ষকদের ক্ষেত্রে।