মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md.abdul quddus, ২৭ সেপ্টেম্বর, ২০২২
বর্তমানে শিক্ষকতা করা খুব কঠিন।দ্রব্যমুল্যের যে অবস্থা কি বলবো 42বছর আগে বেতন ছিলো 235টাকা খরচ করে মাসশেষে কিছু বাঁচতো এখন যে বেতন পাই মাসশেষে ঋণ হতে হয়।সুতারাং সরকারের কাছে 50%মহার্ঘ ও 100%বাড়ীভাড়া পাওয়ার জোর দাবী জানাচ্ছি।
md.abdul quddus, ২৭ সেপ্টেম্বর, ২০২২
বর্তমানে শিক্ষকতা করা খুব কঠিন।দ্রব্যমুল্যের যে অবস্থা কি বলবো 42বছর আগে বেতন ছিলো 235টাকা খরচ করে মাসশেষে কিছু বাঁচতো এখন যে বেতন পাই মাসশেষে ঋণ হতে হয়।সুতারাং সরকারের কাছে 50%মহার্ঘ ও 100%বাড়ীভাড়া পাওয়ার জোর দাবী জানাচ্ছি।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ২৪ সেপ্টেম্বর, ২০২২
বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধগতির কারনে স্বল্প আয়ের শিক্ষকদের সংসারের যাবতীয় চাহিদা পূরণ করতে গিয়ে নুন আনতে পান্তা পুরাই, এমনি আর্থিক সংকটাপন্ন অবস্থায় মহার্ঘ ভাতার দাবি খুবই যৌক্তিক। বর্তমানে ১৬ বছরের শিক্ষকতার পেশায় যে ২য় উচ্চতর স্কেল প্রদান করা হচ্ছে তা স্বল্প গ্রেডের শিক্ষকদের জন্য শুভঙ্করের ফাঁকি বৈ কিছুই নয় আর ঊচ্চতর গ্রেড ওয়ালাদের জন্য তৈলের মাথায় তেল দেওয়ার মত, যেমন ১০ম গ্রেড থেকে যারা ৯ম গ্রেডে পদায়িত হয়েছেন তারা ১৬৫০০টাকা থেকে ২১৩০০টাকায় উন্নীত হয়েছেন।আর যারা ১৫গ্রেড থেকে ১৪গ্রেডে পদায়িত হয়েছেন তারা বর্তমানে ইনক্রিমেন্টসহ প্রাপ্ত ১২৬৬৯টাকা থেকে কমে ১২১৩৮টাকায় নেমে এসেছে, যা খুবই হাস্যকর। স্কেল পরিবর্তন হয় বেতন বৃদ্ধির জন্য কমার জন্য নয়। সুতরাং স্বল্প আয়ের শিক্ষকদের মানবিক দিক বিবেচনা পূর্বক আকাশচুম্বী বেতন গ্রেডের পার্থক্য নিরসন করে মানবিক জীবনযাপনের সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ২৪ সেপ্টেম্বর, ২০২২
বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধগতির কারনে স্বল্প আয়ের শিক্ষকদের সংসারের যাবতীয় চাহিদা পূরণ করতে গিয়ে নুন আনতে পান্তা পুরাই, এমনি আর্থিক সংকটাপন্ন অবস্থায় মহার্ঘ ভাতার দাবি খুবই যৌক্তিক। বর্তমানে ১৬ বছরের শিক্ষকতার পেশায় যে ২য় উচ্চতর স্কেল প্রদান করা হচ্ছে তা স্বল্প গ্রেডের শিক্ষকদের জন্য শুভঙ্করের ফাঁকি বৈ কিছুই নয় আর ঊচ্চতর গ্রেড ওয়ালাদের জন্য তৈলের মাথায় তেল দেওয়ার মত, যেমন ১০ম গ্রেড থেকে যারা ৯ম গ্রেডে পদায়িত হয়েছেন তারা ১৬৫০০টাকা থেকে ২১৩০০টাকায় উন্নীত হয়েছেন।আর যারা ১৫গ্রেড থেকে ১৪গ্রেডে পদায়িত হয়েছেন তারা বর্তমানে ইনক্রিমেন্টসহ প্রাপ্ত ১২৬৬৯টাকা থেকে কমে ১২১৩৮টাকায় নেমে এসেছে, যা খুবই হাস্যকর। স্কেল পরিবর্তন হয় বেতন বৃদ্ধির জন্য কমার জন্য নয়। সুতরাং স্বল্প আয়ের শিক্ষকদের মানবিক দিক বিবেচনা পূর্বক আকাশচুম্বী বেতন গ্রেডের পার্থক্য নিরসন করে মানবিক জীবনযাপনের সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
md.abdul quddus, ২৪ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষকদের আর্থিক কষ্ট দুর করলেই শিক্ষার মান উন্নত হবে।সেই সাথে দেশের সব জায়গায় প্রাইভেট পড়ানো সম্পুর্ন নিষেধ করতে হবে।এমন কি প্রাইভেট কারা পড়ায় সেটাও তদারকি করে ব্যবস্থা নিতে হবে।
md.abdul quddus, ২৪ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষকদের আর্থিক কষ্ট দুর করলেই শিক্ষার মান উন্নত হবে।সেই সাথে দেশের সব জায়গায় প্রাইভেট পড়ানো সম্পুর্ন নিষেধ করতে হবে।এমন কি প্রাইভেট কারা পড়ায় সেটাও তদারকি করে ব্যবস্থা নিতে হবে।
Md.sekander ali, ২৪ সেপ্টেম্বর, ২০২২
দ্রব্য মূল্যের উর্ধগতি বিধায় মহার্ঘভাতা কিংবা বেতন বৃদ্ধি একান্তই প্রয়োজন। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Taponkumarsarker, ২৪ সেপ্টেম্বর, ২০২২
Ntrca এর মাধ্যমে নিয়োগ হলে বিল হবে কিন্তু 2015 কমিটির মাধ্যমে বিল হচ্ছেনা। এটা আবার কেমন নিয়ম?
amalkrishnachowdhury, ২৪ সেপ্টেম্বর, ২০২২
দাবি গুলো একান্তই যুক্তিযুক্ত। শিক্ষকরা কেন অবহেলিত থাকবে, অবিলম্বে দাবি মেনে নেওয়া হোক।
Md. Salim Khandoker, ২৩ সেপ্টেম্বর, ২০২২
দ্রব্য মূল্যের উর্ধগতি বিধায় মহার্ঘভাতা কিংবা বেতন বৃদ্ধি একান্তই প্রয়োজন। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Md Nasir Master, ২৩ সেপ্টেম্বর, ২০২২
দাবি মানতে হবে।
Md Nasir Master, ২৩ সেপ্টেম্বর, ২০২২
দাবি মানতে হবে।
মোঃ অাবদুল মোনায়েম, ২৩ সেপ্টেম্বর, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা মনে করলেই কোন ব্যাপার না।তবে ওনার কাছে আমাদের দাবি -দাবা পৌঁছাতে হবে। উনিই পারবেন ওনার কাছে এটা কোন ব্যাপার না। ওনার সেই অদম্য মনোবল ও সাহস আছে।
Md Nasir Master, ২৩ সেপ্টেম্বর, ২০২২
আশা সকল দাবি মেনে নিবেন।
মোঃ আব্দুল কুদ্দুস, ২৩ সেপ্টেম্বর, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবী দ্রুত মেনে নিয়ে খুব ভালো হতো
Tabiatkowser, ২৩ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষক সংগঠন ছাড়া শিক্ষকদের আন্দোলনে নামার জন্য অনুরোধ জানাচ্ছি।