মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad. Shafiqur Rahman, ২৯ সেপ্টেম্বর, ২০২২
সংশোধন প্রক্রিয়া সহজ করা উচিত। , পদবী, বিষয়, এগুলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র দিয়ে,। নাম,জন্মসাল এসএসসি বা সমমানের সার্টিফিকেট দিয়ে সহজেই অধিদপ্তর করতে পারেন। ভুলগুলো তো শিক্ষকগণ করেননি। ভুলগুলো অধিদপ্তরের।
মুসফিকা চৌধুরী, ২৭ সেপ্টেম্বর, ২০২২
এমপিওতে পদবী সংশোধনের কাগজ রংপুর বিভাগের মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসে জমা হয়েছে ৪-৫ মাস আগে। কিন্তু ২-৩ দিন আগে জানতে পারলাম যে টাকা ছাড়া কোন কাগজে সই হয়নি। আবার গত সোমবার গিয়ে কিছু টাকা দিয়ে ও কাজ হয় নি, অফিসার সাহেব নাকি বলেছে এতো গুলো ফাইল এতো অল্প টাকায় করা যাবে না। বলে উঠে গেছেন, প্রত্যেক টা কাজ যদি শিক্ষকদের টাকা দিয়ে করে নিতে হয় তাহলে শিক্ষকরা বাড়তি অর্থ সুবিধা গুলো কোথায় থেকে পাবে। তাই আমি একজন শিক্ষক হয়ে মনে করি সকল অফিসের কাজ অনলাইনে হওয়া দরকার তাতে একটু হলে ও শিক্ষকদের বিভিন্ন অফিসে পিয়নদের পিছনে সময় ও অর্থ সুবিধা কিছুটা হলেও ভোগান্তিকমবে। আর ICT দক্ষতা বৃদ্ধি পাবে
Suma, ২৫ সেপ্টেম্বর, ২০২২
অন্যান্য আবেদনের মতো এই আবেদনটিও অনলাইনে করা হোক। তাতে শিক্ষকগণ উপকৃত হওয়ার পাশাপাশি ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে।
Md Nasir Master, ২৫ সেপ্টেম্বর, ২০২২
পদবি সংশোধন করা অনেক ভালো ।
Suraiya Akter Akter, ২৫ সেপ্টেম্বর, ২০২২
এ রকম বিপদে আমিও আছি । প্রভাষক বাংলার কিন্তু পদবী প্রভাষক হাদিস । আর গত মাসে সহকারী অধ্যাপকের বেতন কোড ০৬ আসলেও এমপি ও সিটে প্রভাষক বাংলা এসেছে ।