মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ২৯ সেপ্টেম্বর, ২০২২
নেএীরা যদি সাধারণ ছাএীদের সীট বাণিজ্য থেকে শুরু করে দেহ ব্যবসা পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে থাকে, তাহলে বাংলাদেশের এতবড় নামকরা কলেজে অধ্যক্ষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের পিছনে বেতনভাতা বাবদ এতটাকা ব্যয় করার কোন যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। মিডিয়ার মাধ্যমে একজন নির্যাতিতা ছাএীর কাছ থেকে শুনলাম এক একজন নেএীর মাসিক আয় নাকি ৮ লক্ষ টাকার উপরে,এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের খোঁজখবর নেয়া উচিত ছিল, কিন্তু তারা তা না করে নাকে তেল দিয়ে ঘুমের ভান করে আছেন,নারীদেরকে বলা হয় অবলা,এই অবলা নারীরা হঠাৎ করে এই সমস্ত অসামাজিক ও অনৈতিক অপরাধের সাথে জড়িত হয় নাই, কর্তৃপক্ষের অমনোযোগ ও উদাসীনতাই এর জন্য দায়ী, ইডেন কলেজে সাম্প্রতিককালে সংঘটিত এই জঘন্যতম বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠুতদন্তপূর্বক দায়ী ছাএীদের ও দায়িত্বে অবহেলার কারনে নিয়োজিত কর্মকর্তাদের ও দৃষ্টান্তমূ্লক শাস্তির জোড় দাবী জানাচ্ছি।