মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০১ অক্টোবর, ২০২২
আসলে যারা প্রকৃত গরীর ও মেধাবী তারা কি উপবৃত্তি টাকা পাচ্ছে? প্রকৃতপক্ষে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জরিপ চালানো হয় সেখানে ৫% মেধাবী শিক্ষার্থী পাওয়া যাবে না। তবে গরীব শিক্ষার্থী থাকলেও হিসেবে গড়মিল থাকবে নিঃসন্দেহে।
Tabiatkowser, ০১ অক্টোবর, ২০২২
আসলে যারা প্রকৃত গরীর ও মেধাবী তারা কি উপবৃত্তি টাকা পাচ্ছে? প্রকৃতপক্ষে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জরিপ চালানো হয় সেখানে ৫% মেধাবী শিক্ষার্থী পাওয়া যাবে না। তবে গরীব শিক্ষার্থী থাকলেও হিসেবে গড়মিল থাকবে নিঃসন্দেহে।
Tabiatkowser, ০১ অক্টোবর, ২০২২
প্রকল্পের ব্যয়ের হিসাবে দেখা যায়, ১৬ হাজার বাইসাইকেল কিনতে খরচ হবে ২২ কোটি টাকা। প্রতিটির দর ১৩ হাজার ৭৫০ টাকা। কর্মশালা, সেমিনার ও সভা খাতে ব্যয় ৫০ লাখ টাকা। তিন হাজার ১৫৫টি প্রকাশনায় খরচ ২০ লাখ টাকা। অন্যান্য মনিহারিতে ব্যয় ৯ লাখ টাকা। মুদ্রণ ও বাঁধাইতে ২ লাখ টাকা। বিজ্ঞাপনে ২০ লাখ টাকা। হায়ারিং চার্জে ৪৫ লাখ টাকা। ১৬ হাজার বাইসাইকেলের পাম্প মেশিন ও লকচেইন কিনতে সোয়া এক কোটি টাকা। ব্যবস্থাপনা ব্যয় ১০ লাখ টাকা। সম্মানী ২০ লাখ টাকা। বেশ! প্রকল্প কর্তৃক মোট ২৫ কোটি টাকার হিসেবটা নিমিষেই মিলে গেল।