মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

হুমায়ুন কবীর, চরমোনাই কামিল মাদরাসা, বরিশাল।, ২০ অক্টোবর, ২০২২
যেকোনো পদ্ধতিতে বদলির নিয়ম চালু করা একান্ত জরুরী। এনটিআরসি এর গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডেক্সধারীদের অন্যত্র যাওয়া এটা কোন বদলি নয়। এটা এক ধরনের বদলির মতো মনে হলেও বেকার যুবকদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই নতুন নিয়োগ শুধু নিবন্ধন ধারীদের জন্য বহাল রেখে বদলির আলাদা নীতিমালা করে বদলি পদ্ধতি চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আর না হলেও শিক্ষক স্বেচ্ছায় নিজস্ব খরচে নিজের এলাকায় বদলি হওয়ার সুযোগ দেওয়া একান্ত জরুরী। এতটুকু সুযোগ দেওয়া হলে অনেক বয়স্ক শিক্ষকগণ শেষ বয়সে হলেও নিজের এলাকায় যেতে পারবেন। এতটুকু সুযোগ দেওয়া হলে সরকারের কোন ক্ষতি আছে বলে আমি দেখছি না। এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় কে অনেক অনেক ধন্যবাদ তার এই মহতী উদ্যোগের জন্য।
মোঃ হারুনুর রশিদ , সহকারি শিক্ষক ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০ অক্টোবর, ২০২২
দুইধারার ইনডেক্সধারী শিক্ষক রয়েছে। বেশিভাগ হচছে নন বিবন্ধনধারী ইন্ডেক্সধারী শিক্ষক, তাদের নিয়োগ যেহেতু আগে তাদেরকে অগ্রাধীকার দিতে হবে। পরে নিবন্ধনধারী ইন্ডেক্সধারীদের বদলীর আওতায় আনুন। ০১৮১৮৪৬৬৮২০
Abdur Rahman, ১৯ অক্টোবর, ২০২২
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে খুব চিন্তিত এনটিআরসিএ।অথচ যে সকল নিবন্ধনধারীরা চাকরি পাচ্ছেন না, তাদের বয়স কৃত্রিমভাবে ৩৫ বছর পার করে দিয়েছে এনটিআরসিএ।যাতে নীতিমালার দোহায় দিয়ে তাদেরকে আবেদনের সুযোগ না দেওয়া যায়।একজন নিবন্ধনধারীকে নিয়োগ দিতে না পারা এনটিআরসিএ এর ব্যর্থতা নিবন্ধনধারীর নয়।একদিন আল্লাহর কাছে দায়িত্বপ্রাপ্তদের কৈয়ফিয়েত দিতেই হবে হবে এবং হবে।সাবেক এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্তারা পবিত্র আল কুরআনের সূরা জিলজালের ৬ ও ৭ নং আয়াত দুটির অর্থ পড়ে চিন্তা করে দেখবেন, যদি মুসলিম হয়ে থাকেন।কতটা অত্যাচার, নির্যাতন আর বঞ্চিত আপনারা নিবন্ধনধারীদের করেছেন।রিজিক আল্লাহই দিয়ে থাকে মানুষ ব্যবস্হাপনার দায়িত্বটাই পালন করে মাত্র।সূরা মূলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন,"আমি মানুষকে হায়াত এবং মৃত্যু দিয়েছি যাতে তাদেরকে পরখ করে দেখতে পারি তোমাদের মধ্যে কে কর্মে উত্তম"।পিএসসি কত সহজে দেশের প্রতিটি সক্টরে হাজার হাজার জনবল নিয়োগ দিয়ে থাকে।কোথাও কোন কম্পিলিকেশন্স নেই।সেখানে এনটিআরসিএ কেবলমাত্র শিক্ষার একটি অংশে নিয়োগ দিতে গিয়ে কি জটিলতাই না সৃষ্টি করলো।এর খেসারত দিয়ে যাচ্ছে নিবন্ধনধারীরা।যা কোনদিন হবার ছিলনা।
Mozaffor hossain, ১৮ অক্টোবর, ২০২২
এনটিআরসিএ শুধু এসব কথা বলে কিন্তু আসলে তারা ইনডেক্সধারীদের নিয়োগ আলাদা করে দিবে না। দেখবেন আগের মত গণবিজ্ঞপ্তি দিবে। কোন পরিবর্তন হবে না। আমরা ৩টি গণবিজ্ঞপ্তি দেখেছি শিক্ষক সংকট সৃষ্টি কিভাবে করতে হয় এনটিআরসিএ জানে।
আশরাফুল আলম ভূইয়া, ১৮ অক্টোবর, ২০২২
বেসরকারি শিক্ষকদের বদলি হওয়া উচিত সেচ্ছা বদলি প্রক্রিয়া,বাধ্যতামূলক নয়।যেমন প্রাথমিক শিক্ষক বদলি প্রক্রিয়া।আমার মতে,প্রাথমিকের মত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নামে আলাদা অধিদপ্তর হওয়া উচিত। এতে শিক্ষা ব্যবস্থা পরিচালনায় গতিশীলতা আসবে।তবে,অধিদপ্তর আলাদা করার ফলে যেন শিক্ষকরা বৈষম্যের স্থায়ী কলে না পড়ে।
মুহাম্মদ আল্প আরসালান, ১৮ অক্টোবর, ২০২২
এজন্য সব চেয়ে উত্তম হবে ইনডেক্সধারী নিবন্ধিত শিক্ষকদের প্রথমে সুযোগ দেওয়া! তারপর যথারীতি নতুনদের সুযোগ প্রদদান করা।
Khalil Master, ১৮ অক্টোবর, ২০২২
এনটিআরসিএ কে ধন্যবাদ জানাই। গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পূর্বে ইন্ডেক্সধারীদের দুই মাস সময় দেওয়া হবে। এই দুই মাস তাঁরা পছন্দ মত শূন্য পদে যাওয়ার জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পছন্দ হলে নিয়োগ দিবেন এবং এনটিআরসিএ কে অবহিত করবেন। নতুন করে আর চাহিদা নেওয়ার প্রয়োজন নেই। পূরন হ‌ওয়া পদের বিপরীতে যেই শিক্ষক দিতেন সেই শিক্ষককে ঐ শূন্য পদে সুপারিশ করবেন। এই আইন করলে অতিরিক্ত টাকা লাগবে না। সময় বেশি লাগবে না। এক শিক্ষক কে একাধিক বার সুপারিশ করতে হবে না।
Abdur Rahman, ১৮ অক্টোবর, ২০২২
নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের গনবিগপ্তির নামে পুনঃরায় নিয়োগ দেওয়ায় হল এনটিআরসিএ এর বিধি ও বিধান অনুযায়ী কাজ করা।আর কত?
Abdur Rahman, ১৮ অক্টোবর, ২০২২
নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের গনবিগপ্তির নামে পুনঃরায় নিয়োগ দেওয়ায় হল