মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এম মাহবুব, ২৮ অক্টোবর, ২০২২
আজকের শিক্ষক দিবস/২০২২, প্রধান শিক্ষক,হাতেগোনা দু'চারজন সহকারী শিক্ষক সহ দেশে প্রথমবার আয়োজিত "জাতীয় শিক্ষক দিবস-২০২২" উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভায় অংশ নিয়েছে তবুও কোথায় যেন একটু ফাঁকা ফাঁকা মনে হলো যে কারণটি অনুভব করলাম যখন দেখছি আমাদের বেশিরভাগ সহকর্মী কর্মস্থলে!তারাও তো শিক্ষক,তাহলে কেন তাদেরকে এই আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হলেন। বেশিভাগ প্রধান শিক্ষক কর্মসূচিতে অংশগ্রহন করেন। ★শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু★ ★এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত #জাতীয়_শিক্ষক_দিবস_২০২২।
Mir Muhammad amimul ehsan, ২৭ অক্টোবর, ২০২২
শিক্ষাপ্রতিষ্টান জাতীকরন করা হলে, তাহলে মিলবে শিক্ষক দিবসের স্বার্থকতা। না হয় লৌকিকতা ছাড়া কিছুই নয়। বাংলাদেশে সবচেয়ে বেশী অবহেলিত সেটি হল শিক্ষক সমাজ। তারপরে ও দেরীতে হলেও কর্তৃপক্ষের শুভবুদ্ধি উদয় হওয়ায় শিক্ষা প্রতিষ্টান জাতীয়করনের দ্বার উন্মোচন হল।
Md.Akteruzzaman, ২৭ অক্টোবর, ২০২২
শিক্ষকরাই জাতি গঠনের প্রধান হাতিয়ার। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় শিক্ষকদের সামাজিক, অর্থনৈতিক সমস্যাগুলো কেউ গুরুত্ব দিচ্ছেন না। আশা করছি এবারের শিক্ষক দিবসের একটাই লক্ষ্য থাকা আবশ্যক। সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করন।
Md billal hossain, ২৭ অক্টোবর, ২০২২
৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, এটা এদেশের মানুষের জন্য একটা বড় কষ্টের বিষয়। গরীব মানুষের সন্তানেরা কিভাবে শিক্ষার ব্যয় বহন করবে,যেখানে নুন আনতে পানথা ফুরায়।
Md billal hossain, ২৭ অক্টোবর, ২০২২
৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, এটা এদেশের মানুষের জন্য একটা বড় কষ্টের বিষয়। গরীব মানুষের সন্তানেরা কিভাবে শিক্ষার ব্যয় বহন করবে,যেখানে নুন আনতে পানথা ফুরায়।
Md billal hossain, ২৭ অক্টোবর, ২০২২
৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, এটা এদেশের মানুষের জন্য একটা বড় কষ্টের বিষয়। গরীব মানুষের সন্তানেরা কিভাবে শিক্ষার ব্যয় বহন করবে,যেখানে নুন আনতে পানথা ফুরায়।