মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nazneen Sultana, ৩০ অক্টোবর, ২০২২
অসংখ্য ধন্যবাদ, স্যার। শিক্ষক দিবস নিয়ে এমন একটি লেখা উপহার দেবার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানেন.....পঁয়ত্রিশোর্ধদের শিক্ষক হবার যোগ্যতা নেই। যতই মেধাবী হোন তারা......তাদের সেই মেধা এখন অতীত। "অযোগ্য"(!)। এই টার্মটি শুনতে কেমন যেন লাগে, তাইনা? মাফ করবেন। শিক্ষকতাকেই পেশা এবং দায়িত্ব হিসেবে নিয়েছিলাম।এখনো আছি সেই ব্রতেই। নেতিবাচকতার ভীড়ে আজও শিক্ষার্থীদের ইতিবাচক হতেই শেখাই।শেখাবো।
Md Mahfuzul Hoque, ২৮ অক্টোবর, ২০২২
শিক্ষক দিবস' উদযাপন যথার্থ ও সার্থক তখনি হবে যখন শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার পাবে।
Md. shamim mia, ২৭ অক্টোবর, ২০২২
স্যার কে অসংখ্য ধন্যবাদ ।
md.abdul quddus, ২৭ অক্টোবর, ২০২২
আপনার লেখা বাস্তবায়ন যদি হতো তাহলে অনেকাংশে বে-সরকারি শিক্ষকদের কল্যান হতো।
Mir Muhammad amimul ehsan, ২৭ অক্টোবর, ২০২২
স্যারের লিখনিতে খুব সুন্দর ও মার্জিত ভাবে ফুটে উটেছে শিক্ষকের মর্যাদা। স্যারের প্রতি শিক্ষক সমাজের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।