মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৫ নভেম্বর, ২০২২
একজন মনিষীর উক্তি, আমাকে একজন শিক্ষিত মা দাও,আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। মনিষীর এই উক্তিটি এই সমস্ত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ুয়া ছাএীদের দ্বারা বাস্তবায়ন কি সম্ভব? সুশিক্ষা অর্জনে দেশের কল্যাণে সুসন্তান আশাকরা যায়। কিন্তু এই সমস্ত কুলাঙ্গার নারীদের পক্ষে সুসন্তানের পরিবর্তে দেশদ্রোহী,অর্বাচীন ও অসৎ চরিএের প্রজনন দ্বারা আলোর পরিবর্তে দেশ আইয়্যামে জাহেলিয়াতের সেই অন্ধকারের দিকে ধাবিত হবে বলে মনে হচ্ছে। কেননা কথায় আছে চট্রগ্রামের ভাষায়, মা গুনে পোয়া, ভুঁই (ভূমি) গুনে লোয়া। ছাএীদেরকে এই বেহায়াপনা থেকে উওোরনের একমাএ পথ সমস্ত বিদ্যাপীঠে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক। যা বর্তমান শিক্ষা ব্যবস্থায় খুবই অবহেলিত।
SOMIR KANTI DEY, ০৫ নভেম্বর, ২০২২
ওইসব জারজ নেত্রীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
Ratan Roy, ০৫ নভেম্বর, ২০২২
এসব কিসের আলামত।