মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৭ নভেম্বর, ২০২২
দেশের মুসলিম-হিন্দু ভাইবোনেরা এ দেশে আবহমানকাল থেকে মিলে মিশে বসবাস করে যাচ্ছে। আমি মনে করি ধর্মকে নিয়ে এটা একটা অতিরঞ্জন করা হচ্ছে। প্রতিবেশী ভারতের দিকে একটু থাকান। তারা কি দেশের অন্য সম্প্রদায়ের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে কি কেউ কিছু বলেছে? তারা-ও তো মানুষ। এদেশে নগন্য কিছু হলে তখন প্রশ্ন উঠে যায় সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক। এ যেন আমাদের দেশের জন্য চিরাচরিত অভ্যাস ও সাংস্কৃতিক বিষয়রূপে পরিগনিত হয়েছে। এসব কিছু বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রাখি।
আখতার ফারুক।, ০৭ নভেম্বর, ২০২২
নিন্দা জানানোর ভাষা নেই! আমি একজন শিক্ষক হয়ে ভাবতে অবাক লাগছে যে, কোন আবাল মার্কা অথবা অতিচালাক ব্যক্তি এ কাজ করেছে। এতে ধর্মীয় উসকানি দেওয়া হয়েছে।
Mrenmoy hajong, ০৭ নভেম্বর, ২০২২
Ar akta zothazotho bebostar apeal karci eduboard authority kache
MD IBRAHIM, ০৭ নভেম্বর, ২০২২
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরিক্ষায় গদ্য ও পদ্যে অংশ হতে আলাদা করে উত্তর দিতে হবে তার কোন নির্দেশনা নেই।ফলে যে কোন চারটি প্রশ্নের উত্তর দিতে পারে।