মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nazneen Sultana, ০৮ নভেম্বর, ২০২২
NTRCA certificate এ লেখা ছিল "He/She is eligible to be appointed as Lecturer at any Non-government College in Bangladesh." হাতে যেন স্বর্গ পেল নিবন্ধনধারীরা। এতো সম্মান!!! সময়ের পালে লাগল পরিবর্তনের হাওয়া। ২য় গণবিজ্ঞপ্তির ঠিক আগে ৩৫+ দের invalid বলে দেয়া হলো। ৩য় তে....আবার সুযোগ (!) দেয়া হলো। যদিও posts maximum ই ২য় তে পূর্ণ হয়ে গেছিল। তার উপর ৩য় তে priority দেয়া হল ইনডেক্সধারীদের। ৪র্থতে আবার মনে পড়ল...."আরে!! ৩৫+ দেরতো invalid করতে হয়। যতই বলা হোক না কেন "১৩তম নিবন্ধনধারীদের জন্য........" গিরগিটিকে সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করেছেন যেন সে প্রতিকূলতার মাঝে নিজের রঙ বদলে আত্মরক্ষা করতে পারে। কিন্তু NTRCA'র এই frequent রূপ বদল..বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারীদের মানসিকতার কি ক্ষতি করছে....তার কি কোন আন্দাজ কেউ করতে পারেন?
Ashadul Habib, ০৮ নভেম্বর, ২০২২
বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা বর্তমান হ য র ল অবস্থা। বিশেষ ও ২য় সুপারিশ প্রাপ্তদের নিয়ে কোন মাথাব্যাথা নেই এনটিআরসিএ।
Md Nasir Master, ০৭ নভেম্বর, ২০২২
দাবি পূরন হউক
Tabiatkowser, ০৭ নভেম্বর, ২০২২
যেসব ইনডেক্সধারী শিক্ষক নতুন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যোগদান করেছেন তাদের আগের পদগুলো খালিই থেকে যাচ্ছে। তাই এদেরকে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেয়ার সিস্টেম চালু করার বিধান কার্যকর করার অনুরোধ জানাচ্ছি।