মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

S M RAJU, ১০ নভেম্বর, ২০২২
চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। আর সেটা শুধুমাত্র ইনডেক্সধারীদের জন্য। তারপর ইনডেক্সধারীদের নিয়োগ সম্পন্ন করে তাদের চলে আসাতে শূন্য পদগুলোর চাহিদা নিয়ে তারপর ৪র্থ গণবিজ্ঞপ্তি দিলে অনেক বেকার চাকরি প্রার্থীদের চাকরি হবে। তাঁদের পরিবার গুলো অনেক খুশি হবে, সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কোন শিক্ষা ব্যহত হবে না। বি দ্রঃ ইনডেক্সধারীদের জন্য আগে বিজ্ঞপ্তি না দিলে আবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার তাদেরই চাকরি হবে আর হাজার পদ আবার শূন্য হবে।।।।।।
Nazneen Sultana, ১০ নভেম্বর, ২০২২
তারপরও আমরা শেখাই ছাত্রছাত্রীদের-"সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত"। যেন তারা প্রকৃত শিক্ষিত হয়। যেন তাদের স্বপ্ন ভঙ্গ না হয়।আশা এবং প্রাপ্তিতে সুখী হয় তারা।
Nazneen Sultana, ১০ নভেম্বর, ২০২২
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করতে করতেই বয়স ২৭/২৮ হয়ে যায়। সরকারী চাকরীতে আবেদনের বয়সসীমা ৩০, হাতে সময় শুধু ২/৩ বছর। ২০১৮ সালের নভেম্বরের আগে যারা জানতো না যে বেসরকারীতে বয়সসীমা ৩৫ করা হচ্ছে....তারপর যখন করা হলো হঠাৎ, অপেক্ষায় ছিলেন সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন.....তারা এখন কে কোথায় কেমন আছেন তা কি কেউ কল্পনা করতে পারেন? শিক্ষক হবেন বলতো তারা অন্য সেক্টরগুলোতেও চেষ্টা করলেন না। বয়স যে সেইসব ক্ষেত্রেও শেষ! সরকারী চাকরীতে বয়সসীমাটা ছাত্রজীবন থেকেই জানা থাকে বলেই মানসিকভাবে প্রস্তুত থাকা যায়। কিন্তু NTRCA'র ব্যাপারটাতো সম্পূর্ণই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ২০১৮ সালে ৩৫+ দের কাছে। এখন যারা পাশ করছেন, তারা সৌভাগ্যবান।কারণ আপনারা জানেন ৩৫+ হবার আগেই চাকরীর সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। By hook or by crook. কিন্তু ২০১৮ সাল যাদেরকে অযোগ্য করেছে....তারা কি তা জানত? সবাই রিট করতে যায়নি....শাহবাগে সবাই যায়নি। বঞ্চিতদের বিশাল অংশের এক অতি ক্ষুদ্র অংশ মাত্র তারা। বৃহৎ অংশই চুপ। পাছে অনাকাঙ্ক্ষিত মন্তব্য শুনতে হয়,,পরিস্থিতিতে পড়তে হয় "শিক্ষা ও প্রকৃত শিক্ষিতের আকাশ-পাতাল ব্যাবধানের কারণে।
MD. MASUD RANA, ১০ নভেম্বর, ২০২২
Hey, Mr. Raza, from which institute you obtained graduation and post-graduation, can you inform me ? I used to do a job in Agrani Bank as a Sr. Officer (General) but I have already left the job due to credit function which is totally prohibited according to Islami Code of Conduct (Shariah). I could not continue the job anyhow in case of self-judgement following the Holly Kur-An. For your kind information, I completed Honours and Masters from Dhaka University under the department of Political Science. So, I am well qualified more than you. Do you understand? I passed 9th NTRCA exam in Year 2013 but I did not apply for being Teacher in any College. Now I want to become a Lecturer as per my qualification. But What's your problem, bloody fool.?
Nazneen Sultana, ১০ নভেম্বর, ২০২২
English Grammar এ voice change এ একটা বাক্য সবসময় passive এই ব্যবহার করা হয়। conversation এও। "My pen has been stolen." যার active form হল -"Someone has stolen my pen." আমাদের প্রতিদিনকার আচার-আচরণে এমন পরিস্থিতি যখন চলে আসে...নিজেকে মার্জিত মানসিকতার বুঝাতে এবং শিক্ষার্থীদের বিরোধপূর্ণ আচরণে নিরুৎসাহিত করতে আমরা শিক্ষার্থীদের এই কথা বলি - "দেখ, যদি তুমি নিশ্চিত জান যে কে তোমার কলম চুরি করেছে, তারপরও যেন সরাসরি বলবেনা। বলবে -আমার কলমটি চুরি গেছে। এতে তোমার মার্জিত রুচি প্রকাশ পাবে। এই কারণেই আমরা শিক্ষক। আলোকবর্তিকা। সুস্থ জাতি গড়ার কারিগর। শিক্ষক হতে NTRCA Certificate বাংলাদেশের নিয়মে একটি লাইসেন্স মাত্র। যা কাউকে রুচিবান শিক্ষক হবার গ্যারান্টি দিবেনা। প্রকৃত শিক্ষক হতে গেলে inherent কিছু দরকার হয়, যা স্বর্গীয়। কোন certificate, কোন training-ই শিক্ষকতার মতো মহান পেশার যোগ্য কাউকে করে তুলতে পারে না যদি না কেউ সেই যোগ্যতা কায়-মন-বাক্যে ধারণ করে। আমরা আমাদের শিক্ষকদের সম্মান করতে পরিবার থেকে শিখেছি। নিজেদের সন্তানদের, ছাত্রছাত্রীদের শেখাচ্ছি। আশা করি তারাও সেই ধারা অব্যাহত রাখবে। ধন্যবাদ।
MD.ANAMUL HAQUE, ১০ নভেম্বর, ২০২২
আগে ইনডেক্সধারীদের বদলির ব্যবস্থা করেন তারপর কোন গণবি.
MD. MASUD RANA, ১০ নভেম্বর, ২০২২
2018 সালের আগে অর্থাৎ 9তম নিবন্ধনে যারা পাস করেছি তাদের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সর্বোশেষ বারেরমত আবেদনের সুযোগ দেওয়া হোক। আমি এখনো কোনো চাকুরী পাই নি। আমি বেকার, এনটিআরসিএ এর কাছে আকুল আবেদন, দয়া করে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শেষ বারেরমত আবেদন করার সুযোগ প্রদান করুন।
Raza, ১০ নভেম্বর, ২০২২
কতিপয় টাউট লোক শিক্ষক হতে চায়। তারা একটা নিবন্ধন সনদ দিয়ে সরাসরি শিক্ষক হতে চায় উকিলদের পাল্লায় পড়ে। টাউটগেুলো দিনে চাঁদাবাজি করে আর শাহবাগে রাস্তার ধারে বসে থাকে। নাম দিয়েছে অনশন। হা হা । এসব টাউটদের শিক্ষক হতে দেবে না সরকার। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষাড্টকম এ বিষয়ে একাধিক রিপোর্ট করেছে।