মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এস এম মশিউর রহমান, ২৪ নভেম্বর, ২০২২
তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে ফের সভা বুধবার ! Whats the update news ?
Mohammad Shafiqul Islam, ১৮ নভেম্বর, ২০২২
প্রমোশনের জন্য প্রযুক্তির জ্ঞান মুল্যায়ন করা হোক।
Md. Amin, ১৭ নভেম্বর, ২০২২
ইনডেক্সধারীদের সমপদ বা উচ্চতর পদে বয়স সীমা সিথিযোগ্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আবুল কালাম আজাদ, ১৭ নভেম্বর, ২০২২
সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হল?
Mohammad Shafiqul Islam, ১৬ নভেম্বর, ২০২২
শিক্ষক বাতায়ন থেকে প্রযুক্তিগত জ্ঞান যাচাই করে পদোন্নতি দেওয়া হোক। মূল্যায়নের জন্য এ ক্ষেত্রে ২০% নম্বর রাখা হোক। প্রযুক্তিগত জ্ঞান মূল্যায়ন করা হয় না বলেই মাদ্রাসা শিক্ষকরা মাল্টিমিডিয়া ক্লাসের ক্ষেত্রে পিছিয়ে আছে।
Mohammad Shafiqul Islam, ১৫ নভেম্বর, ২০২২
প্রমোশনের ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞানকে মুল্যায়ন করা হোক। মূল্যায়নের জন্য এই জ্ঞানের ক্ষেত্রে ২৫% নম্বর রাখা হোক।
Rajen, ১৫ নভেম্বর, ২০২২
ডিগ্রি তৃতীয় শিক্ষক,যারা ২০১৬ এর আগেই নিয়োগ যোগদান সম্পূর্ণ করেছে।তাদের এমপিও গেজেট তো আগেই হয়েছে এবং ৪০০+বেতন পাচ্ছে।তাহলে যারা ঐ ভুলেভরা তালিকা থেকে বাদ পড়লো,তাদের এম পিও দিতে নতুন সিদ্ধান্ত আর অনুমোদন কেনো নিতে হবে?আর আমরা যে অধিদপ্তরের গাফিলতির স্বীকার হলাম,এর জন্য কি আমরা এরিয়ার পাবো নাকি বলির পাঠা হলাম?
zakir hossain, ১৫ নভেম্বর, ২০২২
মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সহাকরী প্রধান শিক্ষক উভয়ের পে-কোড ৮। তাই সহকারী প্রধান শিক্ষক এর সহিত সিনিয়র শিক্ষকদের ও প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ যোগ্য করা হক।
Nikhil roy, ১৪ নভেম্বর, ২০২২
শুধু মাদ্রাসা , সাধারণ শিক্ষা , কারিগরি শিক্ষার এম পি ও নীতিমালায় সমন্বয় নয় ; সাথে সাথে ইতিপূর্বে অবসর বোর্ড কর্তৃক ঘোষিত বিরতিহীন চাকুরী কাল ব্যতীত কর্মকালীন সকল চাকুরী কাল গনণা করে জেষ্ঠতা নির্ধারণ পূর্বক নীতিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।