মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ শাহাব উদ্দিন, ২৫ নভেম্বর, ২০২২
আগের অফিস পিয়ন কি করে নিরাপত্তা প্রহরী হয় জানতে চাই
মোঃ শাহাব উদ্দিন, ২৫ নভেম্বর, ২০২২
অফিস পিয়নের পদ কি করে সিকিউরিটি গার্ড হয়। এটা জানতে চাই
মোঃ আব্দুল ওয়াহাব শেখ, ২১ নভেম্বর, ২০২২
সহকারী শিক্ষক হিসাবে ২৭/০২/২০২১ইং আমার স্কেল ছিল ২৫৪৮০/-টাকা।২৮/০২/২০১ইং তারিখ সহকারী প্রধান শিক্ষক হই। ২০২১ সালের জুলাই মাসের ৫%ইনক্রিমেন্ট না দেওয়ায় আমার সম সাময়িক ৯ম গ্রেডের শিক্ষক ২৮১০০/-টাকার স্কেল পান।আমি ৮ম গ্রেডে ২৭৯৭০/-টাকার স্কেল পাই।বিষয়টি কষ্টদায়ক।২০২১ সালের শিক্ষানীতি অনুযায়ী ২৯৩৭০/-টাকার আবেদন করেছি খুলনা আঞ্চলিক অফিস আমার বিল ছাড়ে নাই।বিদ্যালয়ের ই,আই,এন নং-১১৮১৫০ এম,পিও কোর্ড নং-৫৭০৪১৪১২০২।মোঃ আব্দুল ওয়াহাব শেখ (সহকারী প্রধান শিক্ষক) প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ রইল।
Mohammad Shafiqul Islam, ২০ নভেম্বর, ২০২২
প্রযুক্তির জ্ঞানকে মূল্যায়ন করা হয়না বলেই মাদ্রাসা শিক্ষকরা মাটিমিডিয়া ক্লাসে পিছিয়ে আছে।
Mohammad Shafiqul Islam, ২০ নভেম্বর, ২০২২
প্রমোশনের জন্য প্রযুক্তিগত জ্ঞানকে মূল্যায়ন করা হোক।শিক্ষক বাতায়ন থেকে এই জ্ঞান মূল্যায়ন করা যেতে পারে।মূল্যায়নের জন্য এ ক্ষেত্রে ২৫% নম্বর বরাদ্ধ রাখা হোক।
Khalil Master, ২০ নভেম্বর, ২০২২
উচ্চতর গ্রেডের বিষয়ে প্লিজ নোট নীতিমালা অনুসারে চাকরি শুরু হ‌ওয়ার গ্রেডে দশ বছর হলে প্রথম উচ্চতর গ্রেড ও পরে আরও ছয় বছর হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবে। এই বয়স প্রমাণের জন্য প্রথম এমপিও আর স্তর পরিবর্তন এমপিও ই যথেষ্ট হ‌ওয়া উচিত। অনুগ্রহ করে অপ্রয়োজনীয় কাগজের বিষয়ে ছাড় দিন।