মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ কামাল উদ্দিন, ৩০ নভেম্বর, ২০২২
আপনারা তো প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকেন সরকার তা জানে।
Nazneen Sultana, ২৭ নভেম্বর, ২০২২
আসসালামু আলাইকুম বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়াটা খুবই জরুরি যদি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নিশ্চিতভাবে পেতে চাই। ভিন্ন বিষয়ে পড়াশোনা করে যদি কোন শিক্ষককে স্কুলে ইংরেজি, গণিত, বিজ্ঞানের মত বিষয়গুলো পড়াতে হয়.....একে সেইসব বিষয় পড়াতে আগ্রহ কম থাকে। স্কুলে যিনি ইংরেজি পড়ান, ওনাকে 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়'...অর্থাৎ মানবিকের বিষয়গুলোর ক্লাসও নিতে হয়। যেমন গণিতের শিক্ষককে নিতে হয় বিজ্ঞান আর বিজ্ঞানের শিক্ষককে গণিত। এর ফলে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে ওঠা অসম্ভব হয়ে পড়ে। নিজের পড়াশোনার ধারাবাহিকতাও নষ্ট হয়। সেই সাথে আছে জুনিয়র ক্লাসের শিক্ষক, সিনিয়র ক্লাসের শিক্ষক ভাগ না থাকা। এমন পরিস্থিতিতে কোন প্রশিক্ষণও কাজে আসেনা। কারণ লক্ষ্যই স্থির নয়। handsome salary এর অভাবতো আছেই। আর সবকিছুর প্রভাব গিয়ে পড়ছে শিক্ষা ব্যবস্থার উপর। সুবিবেচনাসম্পন্ন বিচক্ষণ সমাধান প্রয়োজন।
Md. Badsha Ali, ২৭ নভেম্বর, ২০২২
গণিত, ইংরেজি ও বিজ্ঞান পড়ানোর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক অর্থাৎ যে সব শিক্ষক এ বিষয়গুলোতে অনার্স কিংবা মাস্টার্স করেছেন কিংবা স্নাতকে যাদের ওই বিষয়গুলো ছিল তাদের পড়ানোর কথা। NTRCA Registration school , College asay But Job pai nai , Government guilti for indicate Age limit Subject Chemistry Zader NTRCA Registration Assay tader sobai kay School , Collge job daya valo
রুস্তম পাহলোয়ান, ২৭ নভেম্বর, ২০২২
গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পান ১১ কোডে এবং কৃষি, শরীরচর্চা, ধর্ম, আইসিটি শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পান ১০ কোডে। গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণকে বিএড করতেও প্রতিষ্ঠান প্রধানগণ অনুমতি দিতে চান না। এই বিষয়টিও কর্তৃপক্ষকে ভেবে দেখা উচিত। কষ্টের বিবেচনায় গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পাওয়া উচিত ৯ কোডে।
রুস্তম পাহলোয়ান, ২৭ নভেম্বর, ২০২২
গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পান ১১ কোডে এবং কৃষি, শরীরচর্চা, ধর্ম, আইসিটি শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পান ১০ কোডে। গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণকে বিএড করতেও প্রতিষ্ঠান প্রধানগণ অনুমতি দিতে চান না। এই বিষয়টিও কর্তৃপক্ষকে ভেবে দেখা উচিত। কষ্টের বিবেচনায় গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণ মাধ্যমিক স্তরে শিক্ষক হিসাবে ঢুকেই বেতন পাওয়া উচিত ৯ কোডে।