মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এনামুল হক, ০৫ ডিসেম্বর, ২০২২
ইনডেক্সধারী নিবন্ধনধারী শিক্ষকদের আগে বদলীর গনবিজ্ঞপ্তি দিয়ে বদলী হওয়ার পর চতুর্থ গনবিজ্ঞপ্তি জারি করুন তাহলে সবার সমস্যায় সমাধান হয়ে যাবে।
Md. Mahfizur Rahman, ০১ ডিসেম্বর, ২০২২
উদ্যোগটি ভাল তবে ইনডেক্সধারী শিক্ষকদের বদলী ব্যবস্থা না করে স্থগিক করা সঠিক হয়নি বলে আমি মনে করি। আর ইনডেক্সধারীদের দ্রুত বদলীর ব্যবস্থা করার জন্য উর্ধতন কর্মকর্তাগণের সুমর্জি কামনা করছি।
লাজু মিয়া, ০১ ডিসেম্বর, ২০২২
যারা অনেক দুরে আছি তাদের জন্য কিছু করার জন্য NTRCA কে বিশেষকিছু করতে হবে অন্যথায় যেমন আছে তেমন রাখতে হবে এজন্য দৈনিক শিক্ষার কাছে আমাদের আকুল আবেদন এই বিষয়ে এনটিআইসির কাছে যথাসাধ্য জানান।
লাজু মিয়া, ০১ ডিসেম্বর, ২০২২
ভাই স্কুল index থাকলে কলেজে কোন সমস্যা হবে কি?
রুস্তম পাহলোয়ান, ৩০ নভেম্বর, ২০২২
ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করা উচিত নয়। ইনডেক্সধারীরা চূড়ান্তভাবে নির্বাচিত হলে তাদের যোগদান বাধ্যতামূলক করা উচিত। ৫ বছর থেকে ৮ বছর পর পর শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিলে শিক্ষার মান বাড়বে। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে মেধাবীদের শিক্ষক হিসাবে আনতে পারলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পাবে। মান সম্মত শিক্ষার মাধ্যমে জাতীকে তৈরি করতে হবে। সার্টিফিকেটধারী মুর্খ তৈরি করা থেকে আমাদের বিরত থাকতে হবে।
Md. Nasir Uddin, ৩০ নভেম্বর, ২০২২
Index ধারীদের জন্য আরো যা করার করেন। এখন তো শুনবেন না পরে শুনবেন।
Mozaffor hossain, ৩০ নভেম্বর, ২০২২
৭নং অনুচ্ছেদে কমরত শিক্ষক বলা হয়েছে। ননএমপিও শিক্ষক ও কমরত তারা কি আবেদন করতে পারবেন ? বিষয়টি নিয়ে অনেকেই চিন্তায় আছেন ।একে তো বেতন নাই আবার আবেদন করলে সমস্যা হলে আম ও ছালা সবই যাবে। তাই আপনার কাছে আমার অনুরোধ বিষয়টি পরিষ্কার করবেন।
mohd.suza uddin, ৩০ নভেম্বর, ২০২২
আইন তৈরি করতে সময় লাগে না।যখন খুশি কিছু একটা করলেই হলো। অনেক ইনডেক্সধারিদের কপাল পুড়লো।
Abdur Rahman, ৩০ নভেম্বর, ২০২২
এখন আইন করতে পারলো কিন্তু আগে কেন এই নিয়ম করলনা তাহলে বয়স ৩৫ পার হওয়ার আগেই আমি নিয়োগ পেতাম।এর দায় এনটিআরসিএকে নিতে হবে।
মোঃ মেহেদী হাসান, ৩০ নভেম্বর, ২০২২
ইন্ডেক্সধারিদের+ ছয়মাস মেয়াদি কম্পিউটার শিক্ষকদের বদলির জন্য প্রিয় দৈনিক শিক্ষা ডটকম সহ সম্মানিত কর্তৃপক্ষের অনুরোধ জানাচ্ছি। পরিবার থেকে দূরে থাকাটা যেমন যন্ত্রণা, পরিবার নিয়ে দূরে খরচ বহন করা আরও যন্ত্রণা। দুশ্চিন্তা নিয়ে ক্লাস করলে কতটা অর্থবহ হতে পারে? বিশেষ করে বাইরের শিক্ষকদের অমানবিক, মানসিক বিভিন্ন চাপের ফলে শিক্ষার পরিবেশ ব্যহত হয়ে থাকে। বিভিন্ন রকম গ্রুপিং হয়ে থাকে, এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেগুলো প্রিয় দৈনিক শিক্ষা ডটকমএর বিভিন্ন প্রতিবেদনসহ অন্যান্য ভুমিকা কামনা করি এবং আমাদের অভিভাবক সম্মানিত কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশা করি
Tabiatkowser, ৩০ নভেম্বর, ২০২২
ইনডেক্সধারীদের মধ্যে যারা ২০২২ সালের মধ্যে যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করেছে তাদেরকে পুনরায় আগের প্রতিষ্ঠানে ফিরিয়ে দেয়া হোক। কারণ ওই প্রতিষ্ঠান গুলো বর্তমানে খালি রয়েছে।