মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
নোট গাইড,কোচিং প্রাইভেট এর বিরুদ্ধে সরকার যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারত,তাহলে দেশে লেখাপড়ার সেই হারানো স্মৃতি শিক্ষার্থীরা আবার ফিরে পেত। এখন প্রশ্ন হচ্ছে যদি শিক্ষার্থীরা নোট গাইডের প্রতি এত আগ্রহী হয় তাহলে প্রতি বছর ৩৫ কোটি বই ছাপিয়ে দেশের বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে লাভ কি? এমনিতেই শিক্ষার্থীদের মূর্খ বানিয়ে ছাড়া হোক যেন তারা ভবিষ্যতে বেকারের কারখানায় পরিণত হয়।
Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাগন যারা শিক্ষার দায়িত্বে নিয়োজিত তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে শতভাগ সাফল্য অর্জন করতে কোন বাধা থাকবে না।
Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
সরকার শুধু নোট গাইডের নিষিদ্ধ প্রচার চালালে হবে না, বরং সরকার দেশের শিক্ষা কর্মকর্তাদের, শিক্ষার্থীদের, তাদের অবিভাবকদের এবং শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকদের বিরুদ্ধে তীব্র এ্যাকশন গ্রহণ করলে শতভাগ সফলতা পাওয়া যাবে। এতে কোন সন্দেহ নেই। তাই অকার্যকর আইন প্রয়োগ করলে হবে না। এগুলো বিফলে পরিণত হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না।
Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
সরকার কত ধরনের অসাধ্যকে সাধন করতে পেরেছে। কত অপথকে পথে,কত জটিল পথকে স্বাভাবিক পথে, অন্ধকারকে আলোর পথে পরিণত করেছে। কিন্তু দুঃখ হয়ে বলতে হয় কেন গুটি কয়েকজন অপরাধীকে শায়েস্তা করতে ব্যার্থ হবে সরকার? এভাবে যদি এসব অপরাধীদের ছাড় দেয় তাহলে জনগনতো সরকারের সমালোচনা করবেই।
Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
যেসব শিক্ষকরা নোট গাইডের সাহায্য ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করতে অক্ষম,সরকার তাদেরকে সম্মানের সাথে চাকরি থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করলে দেশের ৪ কোটি শিক্ষার্থীদের জন্য মঙ্গল হতো। তাই এর জন্য অতি তাড়াতাড়ি কার্যকর ব্যবস্থা জাতি দেখতে চায়।
Tabiatkowser, ১৯ ডিসেম্বর, ২০২২
এটি যেন সরকারকে বৃদ্ধাংগুলি দেখানোর সামিল। সরকার কেন এদের ব্যাপারে চুড়ান্ত ব্যবস্থা নিতে অক্ষম তাও একবার ভেবে দেখার বিষয়।
Abdur Rahman, ১৯ ডিসেম্বর, ২০২২
গাইড বইয়ের সাহায্য ছাড়াই বর্তমানে অধিকাংশ শিক্ষকরা পাঠদান করতে অক্ষম।আমাদের শিক্ষকরা মূল বই পড়াতেন।আমরাও মূল বই ফলো করতে পছন্দ করতাম এখনো করি।