মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Salim Ullah, ২৫ ডিসেম্বর, ২০২২
প্রশিক্ষণের নামে শিক্ষকদেরকে খুব হয়রানি করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য 'মুক্তপাঠ' নামে একটি সাইটে একাউন্ট খোলার জন্য বলা হয়েছিল। আমি একাউন্ট খুলে প্রোফাইল ১০০% সম্পন্ন করে ৩৫ পয়েন্ট এওয়ার্ড পাওয়ার পর ও প্রশিক্ষণের দিন PDS- id ও জন্ম তারিখ ঠিক নেই বলে বার বার নোটিফিকেশন দিয়েছে। অথচ আমার এসব ভুল ছিল না।তবুও উক্ত সাইটের প্রদত্ত হেল্প লাইনে দেওয়া মোবাইল নম্বরে বার বার কল করে সংযোগ পাইনি,বন্ধ আছে বলেছে।আবার তাদের প্রদত্ত ই-মেইলে দুইটি মেইল পাঠিয়েও কোন জবাব পাইনি।এমন অবস্থা প্রায় সকলের সাথে হয়েছে দেখেছি এবং শুনেছি। প্রশিক্ষণের নামে দেশের সবচেয়ে সচেতন,মানুষ গড়ার কারিগর খ্যাত এই শিক্ষক সমাজের সাথে এমন রসিকতা করার মানে আমি বুঝলাম না।আমার মনে হয় কোনগোষ্ঠী পরিকল্পিতভাবে সাবোটাজ করে জাতির বিবেক শিক্ষক সমাজের কাছে সরকারকে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করছে।