মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৬ জানুয়ারি, ২০২৩
নতুন কারিকুলামের চলমান প্রশিক্ষণের প্রথম দিন থেকে পরিচালিত হচ্ছে চন্দনাইশ থানায় গাছবাড়িয়া মডেল হাই স্কুল তবে দুঃখের বিষয় প্রথমদিন ট্রেইনি ও ট্রেইনারদের দেওয়া হয় নিম্নমানের নাস্তা অর্থাৎ একটি অন্তন ও 5 টাকা দামের একটি ফুল কেক। আর রং চা হিসেবে যা দেওয়া হয়েছে তা পানের অযোগ্য। দেশের অন্যান্য উপজেলায় লাঞ্চের জন্য তিনশত টাকা করে খাবারের জন্য বরাদ্দ থাকলেও এখানে কোন কেউকে টাকা দেওয়া হয়নি। বরং ১০০ টাকা দিয়ে খাবার কিনে নিতে হয়েছে। তাই কর্তৃপক্ষ এক্ষেত্রে কোন সুরাহা করবেন কি?
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০৬ জানুয়ারি, ২০২৩
৬১ জনে ১ জন ট্রেইনা্র পেয়েছি। আমরা পড়ে এসেছি আপনারাও পড়েন- ট্রেইনারের ভাষ্য। অতএব ট্রেনিং হচ্ছে খুবই ভালো। আর সেন্টার একটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু নোংরায় ভরা। ওয়াশরুম থেকে শুরু করে শ্রেণি কক্ষ পর্যন্ত।