মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

sanjib kumar deb nath, ১২ জানুয়ারি, ২০২৩
বি এড স্কেল পাওয়ার পর যদি একই স্কেলে ১০ বছর গেলে উচ্চতর স্কেল প্রাপ্তির জন্য আবেদন করতে হয়, তাহলে অনেক শিক্ষকের জীবন কেটে যাবে উচ্চতর স্কেল পেতে। বি এড স্কেল প্রাপ্তির পুর্বের অভিজ্ঞতা যেন যোগ হয়, সে বিষয়টি সম্মানিত কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি!
Abdur Rahman, ০৮ জানুয়ারি, ২০২৩
কেউ দায় নিতে চায়না।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৮ জানুয়ারি, ২০২৩
স্বল্প আয়ের শিক্ষকদের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির বাজারে কষ্টকর ও মানবেতর জীবনধারণের চিএ দেখভাল করার কেউ নেই।
M. SOHEL RANA, ০৮ জানুয়ারি, ২০২৩
১৫,৯০০ টাকা বেতন নয়। আমাদের বেতন ১২৭৫০ টাকা। স্পষ্ট তথ্য দিবেন। ১৫৯০০ টাকা বেতন পেতে তিন (৩) বছর অপেক্ষা করতে হয়, তারপরেও অনেক টাকা-পয়সা খরচ করে। তারপরেও অনেকের কপালে জোটে না। কারণ বিএড না থাকলে বেতন ১৫৯০০ টাকা হয় না। আর এ বিএড করতে গেলে চাকরির পরীক্ষার মত পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। যা সবার ভাগ্যে জোটে না। কারণ যারা বাইরে চাকরি করে তাদের স্কুল থেকে এ সুবিধা দেয়া হয় না। সত্য,, বড়ই তিতা দাদা,,,,,
Md.Alauddin, ০৮ জানুয়ারি, ২০২৩
এমপিও শিক্ষক যদি সংসার চালাতে গলদঘর্ম হয় তবে ননএমপিও শিক্ষকদের কি অবস্থা তা এ রাষ্ট্রের কর্তাদের কি মনে ভাবনার উদয় ঘটে???
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০৮ জানুয়ারি, ২০২৩
সবার বেতন বাড়ে। শিক্ষকদের না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এভাড়ে বাড়তে থাকলে না খেয়ে মরতে হবে।
MD, ০৮ জানুয়ারি, ২০২৩
আমাদের শিক্ষকদের কস্টের কথা শোনার মত কেউ নেই। সবাই নিজের আখের গুছাতে ব্যস্ত।
পিয়াল সরকার, ০৮ জানুয়ারি, ২০২৩
তাহলে, ননএমপিও শিক্ষকেরা দীর্ঘ ১৫/২০ বছর ধরে কিভাবে সংসার চালায় ? এদের জীবন কিভাবে চলবে?
মোঃ হারুনুর রশীদ, ০৮ জানুয়ারি, ২০২৩
খুব বেশি নিগৃহীত বেসরকারি শিক্ষাখাত। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি সাধারণ শিক্ষকগন এক বিপদসংকুল সময় পার করছেন। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।ব্যয় বেড়েছে দশগুণ কিন্তু আয় তো আগের মত।
Suraiya Akter Akter, ০৮ জানুয়ারি, ২০২৩
এতো গেল এক শিক্ষক মামুনের কথা ! দেশে আরও হাজারো মামুন আর বাবুলেরা আছে যাদের কথা প্রকাশিত হয়না ! শিক্ষকদের মানবেতর জীবন যাপনের চিত্র অনেক পুরোনো । বাংলাদেশেই কেবল শিক্ষকেরা এতো অবহেলিত !
Md Aklasur Rahman, ০৮ জানুয়ারি, ২০২৩
এমপিও শিক্ষকরা যদি সংসার চালাতে গলদ ঘর্ম হয়,তাহলে নন এমপিও শিক্ষক দের কি অবস্থা একবারো কি ভেবে দেখেছেন।