মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Anisur Rahman Mridha, ১৮ জানুয়ারি, ২০২৩
প্রধান এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর বা অভিজ্ঞতার স্কেল প্রদান না করলে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন-ভাতার কোন পার্থক্য থাকে না। সহকারী প্রধান শিক্ষকদের এবং সহকারী শিক্ষকগণ বর্তমানে একই বেতন ভাতা পাচ্ছেন। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
Robiul Islam, ১৮ জানুয়ারি, ২০২৩
মাদ্রাসার খবর আছে?
মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, হারগাজা উচ্চ বিদ্যালয়, লামা, বান্দরবান।, ১৭ জানুয়ারি, ২০২৩
নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওর কাজ কখন থেকে শুরু হবে?
Md. Rezaul Karim, ১৭ জানুয়ারি, ২০২৩
স্যার/ম্যাডাম ছালাম নিবেন, আমাকে আন্ডার টেকেন বা দুই বছরের মধ্যে (বিপিএড) করার শর্ত দিয়ে (শরীর চর্চা শিক্ষক) পদে নিয়োগ দেয়। আমি ২ বছরের মধ্যে বিপিএড প্রশিক্ষন গ্রহন করে, দীর্ঘ দিন (প্রায় ২৬ বছর) ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছি এবং যথারীতি ৮ বছর পর ১ম উচ্চতর স্কেল প্রাপ্ত হয়ে ৯ম গ্রেড প্রাপ্ত হই। কিন্তু পরিতাপের বিষয় আমার/আমাদের ৮ম গ্রেডে অন্তরভূক্ত করা হচ্ছে না, শর্ত দিয়ে নিয়োগ দেওয়া বিধায়। যেটা ব্যক্তিগত জীবনে খুবই লজ্জার ও মানসিক কষ্টের এবং অন্যান্ন শিক্ষকদের নিকট হেও প্রতিপন্ন হওয়ার সামীল। যেটা বলে বুঝাবার না। তাই আপনাদের মাধ্যমে বিষয়টির ব্যাপারে কোন ধরনের সাহায্য পেতাম, তাহলে আমার মত এই ধরনের হাজার হাজার শিক্ষককে মানসিক যন্ত্রণা-লজ্জ্বা ও অপমানের হাত থেকে পরিত্রাণ পেত। আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার জন্য আকুল আবেদন রইল। আমার ফোন নম্বরঃ ০১৭৩৬৫০০০৬২ EMILL: [email protected]
Mohammad Harunur Rashid, ১৭ জানুয়ারি, ২০২৩
মাদ্রাসার অপরাধ কী?