মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

হুমায়ুন কবীর, চরমোনাই কামিল মাদরাসা, বরিশাল।, ৩০ জানুয়ারি, ২০২৩
যে কোনো বিষয় জনস্বার্থে হওয়া উচিত। হয়তো সকল ইনডেক্সধারীদের (নিবন্ধন+নিবন্ধন ছাড়া) আবেদনের সুযোগ দেওয়া হউক নয়তো যারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় তাদের সকলের থেকে আবেদন নিয়ে আলাদা ভাবে তাদের নিয়োগের সুযোগ দেয়া হোক। আগে যখন কমিটির হাতে নিয়োগ ছিল তখন যে কোনো ইনডেক্সধারী আবেদনের মাধ্যমে নিয়োগ পেত এখন সে সুযোগ কিভাবে দেয়া যায় তা নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্ঠি আকর্ষণ করছি।
jalaluddin, ২৫ জানুয়ারি, ২০২৩
সকল ইনডেক্সধারীদের সুযোগ দেওয়া হোক। প্রয়োজনে সকলকে আবেদনস্হলে যোগদান করা বাধ্যতামূলক করা হোক।
MD. AMINUL HOQUE PRODHAN, ২৫ জানুয়ারি, ২০২৩
হাইকোর্টের এই রায় ৬৬ জন কে কিভাবে দেয়। বাকিদের কি হবে। এরুপ রিট সাধারণত জন স্বার্থে হয়। ৬৬ জনের রিটেই সবাই অন্তর্ভুক্ত হবে। এটা কেমন রায় দিলেন।
MST. FATIMA NASRIN, ২৫ জানুয়ারি, ২০২৩
আমাদের কি অপরাধ? সার্টিফিকেট আছে এটা দিয়ে এখন কি করবো।শেষ জীবনে একটু কলেজে চাকরি করার খুবই ইচ্ছা ছিল।
mohd.suza uddin, ২৫ জানুয়ারি, ২০২৩
আমার জীবন মরণ সমস্যা। দয়া করে ইনডেক্সধারিদের সুযোগ করে দিলে উপকার হতো। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইকবাল হোসেন, ২৫ জানুয়ারি, ২০২৩
সংবাদ টি সেয়ার করুন
ইকবাল হোসেন, ২৫ জানুয়ারি, ২০২৩
৬৬ জন ছাড়া ও আমাদের সুজগ দেওয়া হোক
MD. ATAUR RAHMAN, ২৫ জানুয়ারি, ২০২৩
আমি রীট করতে চাচ্ছি না।এনটিআরসিএ আমাকে কোন ঘুষ ছাড়াই নিয়োগ দিয়েছে।বাড়ি থেকে ৩০০ কিমি দূরে আছি। আশা করছি, এনটিআরসিএ ইনডেক্সধারী সকলকে আবেদনের সুযোগ দিবে,শুধু রিটকারীদের জন্য নয়।
Md.Harun-Or-Rashid, ২৫ জানুয়ারি, ২০২৩
নীতিমালা আছে কিন্তু প্রয়োগ নেই। আমরা কতৃপক্ষের গলার কাটা হয়ে গেছি।
Mahbub, ২৫ জানুয়ারি, ২০২৩
যাদের দূরে এত সমস্যা,তারা বাড়িতে বিদ্যালয় খুলতে পারেন।যার একটা চাকরি নেই বয়স শেষ হবে বা হয়েছে তার কথা ভাবেন।
SUMAN CHANDRA PAL, ২৪ জানুয়ারি, ২০২৩
আবেদনের এর সুযোগ দিলে সব নিবন্ধিত ইনডেক্সধারীকে সুযোগ দিতে হবে।
Md. Rawshanul Islam, ২৪ জানুয়ারি, ২০২৩
মাননীয় শিক্ষা মন্ত্রী, ইনডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হোক।
Md. Rawshanul Islam, ২৪ জানুয়ারি, ২০২৩
সকল ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ দেওয়া দেশের জন‍্য মঙ্গলজনক বলে আমরা মনে করি।
Md. Rawshanul Islam, ২৪ জানুয়ারি, ২০২৩
মাননীয় শিক্ষা মন্ত্রী, অনুগ্রহপৃর্বক ইনডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হোক। কৃতজ্ঞতা স্বীকারে- মোঃ রওশন- উল ইসলাম বি এস সি (সহকারি শিক্ষক )
Ratan Mahmud, ২৪ জানুয়ারি, ২০২৩
প্রথমে রিটের রায় ছিল সকল ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে। এখন কেন মহামান্য হাইকোর্ট মাত্র ৬৬ জন রিটকারীদের আবেদনের সুযোগ দেওয়ার কথা বলছেন? আমার বোধগম্য হচ্ছেনা? রায়ের বিরুদ্ধে NTRCA আপিলের কারনে কি রায় পরিবর্তন হলো?যেহেতু ইনডেক্সধারী শিক্ষকদের এখনো বদলী ব্যবস্থা সরকার করতে পারেনি। সেহেতু সকল ইনডেক্সধারী শিক্ষকদের পূর্বের ন্যায় আবেদনের সুযোগ দেওয়া হউক। এ ব্যপারে দেশের শিক্ষা বিষয়ক আমলাদের সুদৃষ্টি কামনা করছি।
Md.Siddique, ২৪ জানুয়ারি, ২০২৩
৬৬ জন কেন,সকল ইনডেক্সদ্বারী শিক্ষকদের এই সুযোগ দেওয়া উচিত, যত দিন তারা বদলির ব্যবস্থা না করতে পারবে তত দিন পর্যন্ত তাদের জন্য এই সুযোগ বহাল রাখা উচিত। এটাতো হ,য,ব,র,ল।
Suraiya Akter Akter, ২৪ জানুয়ারি, ২০২৩
আরকত কাল আমরা এভাবে থাকবো ! চাকুরির ১৬ বছর দুজন দুইদিকে ! একটা নয় ছয় অবস্থা ! আমাদের কি এভাবেই কাটবে বাকি দিন ? দিন যায়, মাস যায় আর বছর ঘুরে বছর ফিরে আসে কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরে না ! দয়াকরে বদলির ব্যবস্থা করা হউক !!
MD, ২৪ জানুয়ারি, ২০২৩
আমরা কি হলাম। আমরা মামলার সাথে ছিলাম না বলে কি আবেদন করতে পারবো না? এটা কেমন কথা?
shipon, ২৪ জানুয়ারি, ২০২৩
৬৬ জন কেন,সকল ইনডেক্সদ্বারী শিক্ষকদের এই সুযোগ দেওয়া উচিত, যত দিন তারা বদলির ব্যবস্থা না করতে পারবে তত দিন পর্যন্ত তাদের জন্য এই সুযোগ বহাল রাখা উচিত।